দীর্ঘ দেড় মাস ধরে চলা ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামছে আজ। একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তোলার লড়াইয়ে মাঠে নেমেছে আসরের সেরা দুই দল। বিশ্বমঞ্চে এই মহারণে টানা দশ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে উড়তে থাকা ভারতের প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আজ ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স।
একটু একটু করে বড় করছিলেন জুটি। মাথা ব্যথা বাড়ছিল অস্ট্রেলিয়ার। বোলিংয়ে ফিরেই কোহলিকে ফিরিয়ে শিবিরে স্বস্তি ফেরালেন অজি অধিনায়ক কামিন্স।
অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ইনসাইড এজ বোল্ড হয়ে যান কোহলি। স্তব্ধ হয়ে যায় গ্যালারির প্রায় এক লাখ দর্শক। ২৯তম ওভারে ১৪৮ রানে চতুর্থ উইকেট হারালো ভারত। কোহলি ফিরলেন ৬৩ বলে ৫৪ রান করে।
আসরে কোহলির মোট রান হলো ৭৬৫। বিশ্বকাপের এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ড আগেই ভেঙেচিলেন। এবার সেটাকে আরও ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন।
কোহলির বিদায়ে ভাঙে চতুর্থ উইকেটে ১০৯ বলে ৬৭ রানের জুটি। এই জুটিতের মাঝেই টানা ৯৭ বল বাইন্ডারির দেখা পায়নি ভারত।
পেরিয়ে গেছে প্রায় এক ঘণ্টা। এসময় টানা ১৪ ওভারে কোনো বাইন্ডারির দেখা পায়নি ভারত। ৮১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর সাবধানী ব্যাটিং করছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে ২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর দুজন দলকে টেনে নিয়ে গিয়েছিলেন জেতা পর্যন্ত। ফাইনালে এই দুজনের জুটিতেই পথ খোজার চেষ্টা করছে ভারত।
স্কোর: ২৪ ওভারে ১২৮/৩ (কোহলি ৫৩ বলে ৪৮*, রাহুল ৫২ বলে ২৪*)
টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচটাই নিলেন ট্রাভিস হেড। দশম ওভারে দ্বিতীয় সফলতা পেল অস্ট্রেলিয়া। পরের ওভারে কট বিহাইন্ড হয়ে গেলেন সদ্যই উইকটে আাসা শ্রেয়াস আয়ার।
ম্যাক্সওয়েলের টানা দুই বলে ছক্কা-চার হাঁকানোর পর আবারও হাঁকিয়েছিলেন রোহিত। এবার ঠিকমত টাইমিং হয়নি। কাভার থেকে পিছনের দিকে দৌঁড়ে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন হেড। ৭৬ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
রোহিত ফিরলেন স্বভাবসূলভ ৩১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে। আয়ার করলেন ৩ বলে ৪।
স্কোর: ভারত ১০.৩ এভারে ৮১/৩।
শুরুর ৮ বলে নিলেন ৩ রান। জাদুকরী স্পর্শে স্টার্ককে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে নিজেকে মেলে ধরলেন কোহলি। আর তাতেই দলীয় ফিফটি স্পর্শ করল ভারত।
স্কোর: ভারত ৭ ওভারে ৫৪/১
পঞ্চম ওভারে প্রথম উইকেট হারাল ভারত। মিচেল স্টার্কের অফস্টাম্পের বাইরের লেন্থ বলে মিড-অনে ক্যাচ দিয়ে ফিরলেন শুবমান গিল।
৩০ রানে প্রথম উইকেট হারাল ভারত। ৭ বলে গিলের সংগ্রহ ৪ রান। রোহিতের (২০ বলে ৩১*) সাথে যোগ দিয়েরন কোহলি।
স্কোর: ভারত ৫ ওভারে ৩৭/১
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন, টস জিতলে তিনি ব্যাটিং-ই নিতেন।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় আড়াইটায় শুরু হবে শিরোপা নির্ধরণী হাইভোল্টেজ ম্যাচটি। গ্যালারিতে যেন ‘নীল সমুদ্র’। সেখানে অস্ট্রেলিয়ার হলুদ সমর্থক হাতে গোনা।
সর্বশেষ ৩টি ফাইনালই জিতেছে পরে ব্যাটিং করা দল (২০১৯ সালে ম্যাচ ও সুপার ওভার টাই হওয়ার পর জেতে ইংল্যান্ড)।
উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি কোনো দলই। দুই দলই তাই মাঠে নামছে একই একাদশ নিয়ে। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিক ভারত। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে রেকর্ড অষ্টমবারের মতো ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া।
এখন পর্যন্ত আসরে একমাত্র অপরাজিত দল ভারত। টানা দুই হারে শুরুর পর জয়যাত্রা ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। বিশ্ব মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। ভারত চায় নিজেদের তৃতীয় শিরোপা জয়ে ঘরের মাঠে উৎসবে মাততে।
ভারত ও অস্ট্রেলিয়া ১৫০টি ওডিআই ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে মেন ইন ব্লুরা ৫৭ বার জিতেছে, অস্ট্রেলিয়া ৮৩টি ম্যাচে জিতেছে এবং ১০টি ম্যাচে কোন ফলাফল হয়নি।
ভারতের একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার একাদশ:
ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশান, গ্লেন ম্যাক্সওয়েল, জোশ ইংলিশ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জোশ হেজেলউড।
ওআ/
খবরটি শেয়ার করুন