মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান

এবার ইমরানের নায়িকার দিকে নজর গেল শাকিবের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বর্তমান সময়ে দেশের অন্যতম চর্চিত নায়ক হলেন শাকিব খান। পেশাদার জীবন এবং ব্যক্তিগত জীবনের জন্য বার বার আলোচনায় উঠে এসেছে তার নাম। তাকে অনেকেই ডাকেন, ‘কিং খান’ নামে। কয়েক মাস আগে শোনা গিয়েছিল সালমান খানের নায়িকার সঙ্গে নাকি জুটি বাঁধছেন শাকিব। তার পর অবশ্য খুব বেশি কিছু শোনা যায়নি। তবে ঈদে মুক্তিপ্রাপ্ত নায়কের ছবি ‘প্রিয়তমা’ নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা।

তবে এপার বাংলার গণ্ডি ছাড়িয়ে এবার অভিনেতা নাকি সই করেছেন হিন্দি ছবিতে। নায়কের বিপরীতে দেখা যাবে কোন নায়িকাকে? উঠে আসছে একাধিক নাম। প্রাচী দেশাই, নেহা শর্মা, জ়ারিন খান ও শেহনাজ় গিল-সহ একাধিক নাম ছিল তালিকায়। অবশেষে প্রকাশ্যে এসেছে চূড়ান্ত নাম। সালমানের নায়িকা নন, ইমরান হাসমির নায়িকার সঙ্গে নাকি জুটি বাঁধছেন শাকিব।

আরো পড়ুন: ওয়েস্টার্ন লুকে জয়ায় মুগ্ধ দর্শক

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘দরদ’ ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে সোনাল চৌহানকে। যদিও নায়িকার তরফ থেকে চূড়ান্ত কিছু জানানো হয়নি। এই ছবিটি তৈরির জন্য কলকাতা থেকে প্রযোজককে সাহায্য করছে এসকে মুভিজও।

এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা বলেন, “আমরা ছবিটি সহ-প্রযোজনা করছি না। নির্মাতা মামুন আমাদের বন্ধুর মতো। তাই যা সরঞ্জাম প্রয়োজন তা দিচ্ছি। আর হ্যাঁ, আমিও শুনেছি যে সোনাল চৌহান অভিনয় করছেন সিনেমাটিতে।”

চলতি বছর ঈদে মুক্তি পায় শাকিবের ‘প্রিয়তমা’ ছবিটি। দর্শকমহলে সাড়া ফেলেছে এই ছবি। শাকিবের নায়িকা ভূমিকায় ছিলেন কলকাতার টেলি অভিনেত্রী ইধিকা পাল। তবে টলিউডের গণ্ডি পেরিয়ে শাকিব এবার বলিউডে। অভিনেতার লক্ষ্য যে আরও বড়, তা বোঝাই যাচ্ছে।

এসি/ আই. কে. জে/ 



শাকিব খান ইমরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন