বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

পুরনো ডেরায় ক্যাটরিনা কাইফ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

ক্যাটরিনা কাইফ

নির্মাতা আলী আব্বাস জাফরের হাত ধরে ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’সহ বেশ কয়েকটি বক্স অফিস মাত করা সিনেমা উপহার দিয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে ২০১৮ সালের পর আর এক হননি তারা।

অনেকেই মনে করেন, তাদের দু’জনের বন্ধুত্বে দূরত্ব তৈরি হয়েছে। যে কারণে আর হয়তো কখনও জাফরের সিনেমায় দেখা যাবে না এই অভিনেত্রীকে।


ক্যাটরিনা কাইফ - ছবি: সংগৃহীত

তাদের এমন জল্পনা-কল্পনা এবার মিথ্যে করে দিলেন নির্মাতা আলী আব্বাস। শিগগিরই তার নাম চূড়ান্ত না হওয়া বিগ বাজেটের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন ক্যাটরিনা। সিনেমাটিতে তাকে সুপার সোলজারের ভূমিকায় দেখা যাবে।

জানা গেছে, করোনা শুরুর আগেই নাকি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা। এমনকি সিনেমাটি শুটিংফ্লোরে গড়ানোর প্রস্তুতিও নিচ্ছিলেন নির্মাতা। কিন্তু করোনার পাশাপাশি ক্যাটের হাতে ‘টাইগার থ্রি’সহ একাধিক সিনেমার কাজ থাকায় সেটা আর সম্ভব হয়নি।

আরো পড়ুন: আনকাট ছাড়পত্র পেল মাহফুজ-বুবলীর 'প্রহেলিকা'

এ প্রসঙ্গে কাটরিনা বলেন, ‘আমরা খুবই ভালো বন্ধু ছিলাম এবং এখনও আছি। আমাদের মাঝে কখনও দূরত্ব তৈরি হয়নি। তাছাড়া কাজের ক্ষেত্রেও আমরা বরাবরই পেশাদাত্বিকে প্রধান্য দিয়ে থাকি। সেই জায়গা থেকে অনেক আগেই নতুন সিনেমায় কাজ করার কথা ছিল। কিন্তু আমার নানা ব্যস্ততার কারণেই সেটা সম্ভব হয়নি। তবে এবার আর দেরি নয়। শিগগিরই আমরা চমক লাগা ঘোষণা দিয়ে কাজ শুরু করতে যাচ্ছি।’

উল্লেখ্য, শিগগিরই সালমানের সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসবেন ক্যাটরিনা। এছাড়াও ‘মেরি ক্রিসমাস’, ‘জি লে জারা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা হাতে রয়েছে তার।

এম/


ক্যাটরিনা কাইফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন