বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

বক্স অফিসে রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অবশেষে স্বপ্ন সত্যি হলো বলিউড মেগাস্টার শাহরুখ খানের। সিনেমা বোদ্ধাদের ভবিষ্যদ্বাণী সত্যি করে ভারতের বক্স অফিসজুড়ে এখন শুধুই শাহরুখ ঝড়। মাত্র নয় মাসের ব্যবধানে বক্স অফিসে দুটি হাজার কোটি রুপির ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান। আর এ রেকর্ড গড়ার মাধ্যমেই ক্যারিয়ারের সেরা ইতিহাস গড়লেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

মাত্র ১৮ দিনে শাহরুখ খানের ‘জওয়ান’ হাজার কোটির ঘর অতিক্রম করেছে। এখন পর্যন্ত ভারতের বক্স অফিসের ইতিহাসে কোনো সুপারস্টারের দুটি ছবি একই বছরে দুইবার হাজার কোটির গণ্ডি পেরোতে পারেনি। জওয়ান ও পাঠানের হাত ধরে সেই রেকর্ড ভেঙে শাহরুখ গড়লেন ইতিহাস।  

তামিল, তেলুগু, হিন্দিতে মুক্তি পাওয়া ‘জওয়ান’ ঝড় তুলেছিল সিনেমা হলে। দলে দলে শাহরুখ ভক্তরা প্রথমদিন থেকেই হলমুখি হয়েছেন বড়পর্দায় শাহরুখকে দেখতে। প্রথমদিনেই সারা বিশ্বজুড়ে এই ছবি ছাড়িয়েছিল ১০০ কোটির গণ্ডি। ১৮ দিনের মাথায় পার করল ১০০০ কোটি।

শুধু ভারতে হিন্দি ছবিটি ব্যবসা করেছে ৫০৫.৯৪ কোটি। তামিল ও তেলুগু ভাষায় এই ছবি তিন সপ্তাহে ব্যবসা করেছে ৫৭.২৬ কোটি। যা পাঠানের তুলনায় কিছুটা বেশি।

আরো পড়ুন: পরিণীতি-রাঘবের বিয়ে-ছবি নিয়ে বুঁদ নেটিজেনরা

প্রসঙ্গত, অ্যাকশন, রোমান্সে, সামাজিক বার্তার মিশেলে এই ছবির গল্প ও পরিচালকের আসনে বাজিমাত করেছেন অ্যাটলি। শাহরুখ ছাড়াও এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা রয়েছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাড়ুকোনকে।

ক্যামিও চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যায় শাহরুখকে, গল্পে রয়েছে বেশ কয়েকটি টুইস্ট, সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

এসি/ আই.কে.জে




শাহরুখ খান বক্স অফিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন