মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান

বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩৩ লাখ টাকা দান করলেন আমির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩৩ লাখ টাকা দান করলেন আমির খান

এবছর বর্ষার বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ভারতের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিমাচল প্রদেশ। পাহাড়ের কোলে এর সাজানো সুন্দর সব শহর একেবারেই রূপ হারিয়েছে।

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকা। ভারত সরকারের পক্ষ থেকে হিমাচলের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তৈরি করা হয়েছে ‘অপড়া রহত কোষ’। আর সেই তহবিলেই ২৫ লাখ রুপি দান করেছেন বলিউড তারকা আমির খান। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা।

আমির খান এই প্রথম নয়, এর আগে বিভিন্ন সময়ে সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময়ে তিনি অর্থ দিয়ে সাহায্য করেছেন অনেক কঠিন পরিস্থিতিতে।

আমির খানের এ সাহায্যে তাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। তিনি জানিয়েছেন, এ অর্থ গৃহহারাদের পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে।

দেওয়া হবে ত্রাণও। যদিও সোশ্যাল মিডিয়ায় এ সাহায্যের খবর প্রচার করেননি আমির। চিরকালই তিনি প্রচার বিমুখ। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় নন এ তারকা।

আরো পড়ুন: বেগম রোকেয়ার বই অবলম্বনে সিনেমা করেছেন বিদেশী নারী নির্মাতা

বর্তমানে আমির খান সিনেমা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলছেন। তার সবশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছিল ২০২২ সালে। বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি এ সিনেমা। আমিরের এর আগের বেশ কয়েকটি সিনেমার ব্যবসাও উল্লেখযোগ্য ছিল না।

এ কারণে তার হাতে একাধিক সিনেমার কাজ থাকলেও আপাতত মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত না হলে সিনেমার কাজে হাত দেবেন না বলেই জানিয়েছেন আমির।

সম্প্রতি আমির খানকে উজ্জ্বল নিকুম্ভের বায়োপিকে দেখা যাবে বলে শোনা গিয়েছিল। সেই সিনেমা মুক্তি পাবে আগামী বছর। এ সিনেমা নিয়ে এর চেয়ে বেশি মুখ খুলতে চাননি আমির।

পর পর সিনেমার ব্যর্থতা নিয়ে একটু হতাশ আমির খান। কিন্তু আমির অনুরাগীরা আশা করছেন শাহরুখ খানের মতো কামব্যাক করে সিনেমাপ্রেমীদের বিস্মিত করবেন।

এসি/ আই.কে.জে



আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন