মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম

‘যারা বলেছেন এটা জায়েদ খানের রোগ, তারা মানসিকভাবে অসুস্থ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৪ পূর্বাহ্ন, ৩০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বছরজুড়েই নানা কারণে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। বিশেষ করে তার বক্তব্য ও কর্মকাণ্ড বিতর্কের সৃষ্টি করেছে বিভিন্ন সময়।

সম্প্রতি নিজের বেশ কিছু বক্তব্যর কারণে আবারও আলোচনায় এসেছেন তিনি। যা নিয়ে বেশ অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে এই অভিনেতাকে। 

কিছুদিন আগে এই নায়ক জানিয়েছিলেন, মেয়েরা তার প্রেমে পাগল। কেউ কেউ টাকার বিনিময়ে তার সঙ্গে সময় কাটাতে চান। জায়েদ আরও বলেছিলেন, একটি মেয়ে ৫টি সিনেমার পারিশ্রমিকের টাকা দিয়ে তার সঙ্গে সময় কাটানোর প্রস্তাবও দিয়েছিলেন। 

এরপরই ওই বক্তব্য নিয়ে বেশ ট্রোলের মুখে পড়েছেন এই নায়ক। যার কারণে সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে এ বিষয়ে আবারও কথা বলেছেন জায়েদ।

তিনি বলেন, ‘আজকে আমি পরিষ্কার করতে চাই। কিছু শ্রেণীর মানুষ একটা বাজে ব্যাখ্যা দিচ্ছে যে, আমি একটি মেয়ের কথা বলেছি, সে পাঁচটা সিনেমার টাকা কিনে নিয়েছে, আমার সঙ্গে রাত্রি যাপনের জন্য বলেছে। এ ধরনের কোনো কথাই বলিনি। এটা একটা নোংরামি, বাজে কথা। অনেক মেয়েরা হয় না যে পছন্দের নায়কের সঙ্গে কথা বলতে চায়। কিন্তু আমি সব সময় তাকে এড়িয়ে চলেছি, বলেছি যে আমি ব্যস্ত।

আরো পড়ুন: ঢাকার চেয়ে কেন কলকাতায় বেশি কাজ করেন? জানালেন জয়া

জায়েদ বলেন, ‘মেয়েটি আমাকে বলেছে যে, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার সম্পর্কে জানতে চাই, আপনি সিনেমায় কত নেন, কিভাবে সিনেমায় এলেন সেই গল্পটা জানতে চাই, এর জন্য দরকার পড়লে আমি আপনার ৫টা সিনেমার শিডিউল কিনে নেব। সে তো ভালোভাবে কথাটা বলেছে। বাজে কিছু বলেনি। সেটাকে কিছু সুশীল লোক, কিছু ইউটিউবাররা, ভিউ বাড়ানোর জন্য বাজেভাবে রিপ্রেজেন্ট করছে। এটা খুবই খারাপ। একটা হিরো বা খেলোয়ারের কিছু মেয়ে ভক্ত থাকবে এটাই তো স্বাভাবিক।’

যারা তাকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে সামাজিক মাধ্যমে প্রচার করছেন তাদেরও এক হাত নিয়েছেন জায়েদ খান। তিনি বলেন, ‘‘আমি এই কথাগুলো বলেছিলাম সরল মনে। কেউ কেউ এটাকে নিয়ে ব্যঙ্গ করেছে। কেউ কেউ বলছে এটা জায়েদ খানের মানসিক রোগ। কেউ কেউ এটাকে ‘ইরোটোমেনিয়া’ নামে একটি রোগ হিসেবে নাম দিয়েছে। তারাই মানসিকভাবে অসুস্থ। আমার মনে হয়, তাদেরই মানসিক রোগের ডাক্তারের কাছে আগে যাওয়া উচিত।’’

এসি/আই. কে. জে/

 

জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন