বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

মজাদার আলুর ডাল রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাঙালিদের খাবার তালিকার মধ্যে আলুর ডাল একটি জনপ্রিয় খাবার। রসনা মেটাতে গরম ভাত কিংবা রুটি-পরোটার সঙ্গে এই পদটি খাওয়া হয়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আলু দিয়ে ডাল রান্না করবেন, রইলো রেসিপি- 

উপকরণ 

আলুর ডাল বানাতে আলু ছাড়া লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা মরিচ, শুকনা মরিচ, রসুন কুচি, জিরা, হলুদ গুড়া, জিরা গুঁড়া, ধনে গুড়া, মরিচ গুড়া, সরিষার তেল, লবণ ও চিনি। 

আরো পড়ুন : তেল ছাড়াই তৈরি হবে মজাদার ডাটা চিংড়ি

প্রণালি 

প্রথমে আলু সেদ্ধ করে নিন। তারপর খোসা ছাড়িয়ে হাতে করে মেখে নিন। যেন ময়দা মাখার মতো পেস্ট হয়ে যায়। আলু মাখার সময় লবণ বা পানি দেওয়ার দরকার পড়বে না।

এবার কড়াইয়ে তেল গরম করে জিরা, শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি দিয়ে অল্প আঁচে ভাজুন। রসুন অপছন্দ করলে নাও দিতে পারেন।

পেয়াঁজ, রসুন লাল হয়ে এলে সেগুলো কড়াই থেকে তুলে সেদ্ধ আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে  ওই আলু দিন। তার মধ্যে বাকি সমস্ত গুঁড়া মসলা, লবণ, চিনি ও হলুদ দিয়ে হালকা আঁচে ভালো করে কষিয়ে নিন।

আলু পেস্টের সঙ্গে মসলা মিশে গেলে পানি দিন। ডাল যতটা পাতলা বা গাঢ় রাখবেন, সেই পরিমাণে পানি দেবেন। এবার কাঁচা মরিচ চিরে দিন। ঢাকা দিয়ে কিছুক্ষণ পানিটা ফোটান।

মসলা-আলু মাথার সঙ্গে পানি ভালোমতো ফুটে গেলে সুন্দর গন্ধ ছাড়বে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস, আলুর ডাল তৈরি। এবার ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন। প্রাথমিকভাবে বোঝা যাবে না, এতে ডাল নেই। 

এস/  আই.কে.জে

রেসিপি আলুর ডাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন