বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

ফিফার নিয়ম ভেঙে ভারতের পক্ষে রেফারির সিদ্ধান্ত!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাফের দ্বিতীয় সেমিফাইনাল। ম্যাচের বয়স ৭১ মিনিট। স্বাগতিক নেপালের বিপক্ষে সঙ্গীতার গোলে ভারতের লিড। এরপরেই অদ্ভুত এক কাণ্ড। একদিকে ভারতীয়দের উদযাপন। আরেকদিকে স্বাগতিক মেয়েরা বল নিয়ে সেন্টারে চলে যান। নেপালের খেলোয়াড়রা বল নিয়ে সেন্টারে বলে কিকের জন্য প্রস্তুত। ভারত তখনো প্রস্তুত না হলেও রেফারি ওম চাকি খেলা শুরু করার জন্য বাঁশি বাজান। 

বিক্ষিপ্তভাবে থাকা ভারতের খেলোয়াড়রা নিজেদের গোলের দিকে আসতে আসতে দূরপাল্লার শটে গোল করেন নেপালের সাবিত্রা ভান্ডারি। উদ্‌যাপনে মেতে ওঠে স্বাগতিক নেপালের পুরো স্টেডিয়াম। এমন এক গোলের পর  খেলোয়াড় এবং ডাগআউটের সবাই প্রতিবাদ শুরু করেন। ভারতের গোলের আনন্দ তখন হতভম্ব পরিস্থিতির মধ্যে পড়ে যায়। 

এরপর খেলা শুরু হলেও মিনিটের মধ্যে খেলা বন্ধ করতে হয় রেফারিকে। দীর্ঘ ৬৭ মিনিট খেলা বন্ধ থাকে। ১৩৯ মিনিটের মাথায় নেপালের গোল বাতিল করে খেলা শুরু হয়। যদিও পরের মিনিটে এবার সেই সাবিত্রা ভান্ডারিই গোল করে পুরো নেপালকে আনন্দে ভাসান। 

নেপালের গোল কি বৈধ ছিল? 

তবে প্রশ্ন থেকেই যায়, এক্ষেত্রে ফিফার নিয়ম কী বলে। আন্তর্জাতিক ফুটবলের নিয়মটা অবশ্য থেকে যায় নেপালের পক্ষেই। কোনো কারণে একটি দলের ১১ জন খেলোয়াড়ই যদি গোল উদযাপনে মাঠের বাইরে চলে যান, তবে রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর পর তারা খেলা চালিয়ে নিতে পারবে। কিংবা গোলও করতে পারে। 

নিচের ছবিতে ফিফা বিশ্বকাপের সময়ের একটি ছবি দেখা যাক। যেখানে পুরো ইংল্যান্ড দল গোলের পর উদযাপনে ব্যস্ত থাকলেও ইংলিশ রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়ার পুরোটা সময়েই ছিলেন মাঠের মাঝে। সাফের সেমিতে ভুটানি রেফারি যুক্তি দিয়েছেন বেঞ্চের একজন খেলোয়াড় মাঠে ছিলেন। যদিও ম্যাচ রিপ্লেতে এর সত্যতা দেখা যায়নি। 

তবে আন্তর্জাতিক নিয়ম বলছে, বেঞ্চ নয়। একাদশের অন্তত একজন খেলোয়াড়কেই মাঠের মাঝে থাকতে হবে। সঙ্গীতার গোলের পর ভারতীয়দের কেউই মাঠে ছিলেন না। সুতরাং গোলটা প্রাপ্য ছিল নেপালের। 

আরো পড়ুন : তহুরার হ্যাটট্রিক, ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

রেফারির সিদ্ধান্ত বদলও ছিল নিয়মের বাইরে 

আন্তর্জাতিক ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থার আরও এক নিয়ম ভঙ্গ হয়েছে ঘটনাবহুল এই সেমিতে। আইএফএবির ৫.২ ধারায় রেফারির সিদ্ধান্তের ক্ষেত্রে বলা হয়েছিল গোল হওয়া বা না হওয়া এবং খেলা চালুর বিষয়ে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। 

এরপরের অনুচ্ছেদেই বলা হয়, ভুল হয়েছে বুঝতে পেরে কিংবা অন্য একজন ম্যাচ অফিসিয়ালের পরামর্শের খেলার কোনো সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ থাকছে না রেফারির সামনে। যদিও ভারতের বিপক্ষে ম্যাচে রেফারি ওম চাকি ভুল হয়েছে বুঝতে পেরে গোল বাতিল করেন। সেই সঙ্গে নেপালের মেয়েদেরও মাঠে ফেরার অনুরোধ জানান। 

এমন কাণ্ড এবারই প্রথম না  

চলতি বছর ৮ই ফেব্রুয়ারি এমনই আরেক অদ্ভুত কাণ্ড দেখিয়েছিল সাফ। অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে এসেছিল সেই সিদ্ধান্ত। ২২ শটের পেনাল্টি শ্যুটআউট শেষে সেদিন টস করে ভারতকে বিজয়ী ঘোষণা করেছিলেন ম্যাচ কমিশনার। যেখানে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কেবলই রেফারির, সেখানে ম্যাচ কমিশনারের টস কাণ্ড বেশ বড় বিতর্কের জন্ম দেয়। 

এছাড়া আন্তর্জাতিক আইন অনুযায়ী টাইব্রেকার চালু থাকার কথা ছিল নির্ধারিত ফল না আসা পর্যন্ত। তবে সাফের ম্যাচ কমিশনার এক্ষেত্রে বেছে নেন টস করার সিদ্ধান্ত। বাংলাদেশ এই সিদ্ধান্ত মেনে নেয়নি। ভারতও মাঠ ছেড়ে চলে যায় হোটেলে। শেষ পর্যন্ত আড়াই ঘণ্টা অপেক্ষা শেষে সেদিন যুগ্ম চ্যাম্পিয়ন করা হয়েছিল বাংলাদেশ ও ভারতকে।

এস/ আই.কে.জে

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন