সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ দিনের মধ্যে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ *** জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না *** কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ই আগস্ট *** এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি *** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য

তহুরার হ্যাটট্রিক, ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশনে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে শুরু করে টাইগ্রেসরা। ড্রয়ে সেমিফাইনালে খেলা কিছুটা কঠিন করে তুলে পিটার বাটলারের দল। তবে ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয়ে গ্রুপের শীর্ষ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। আর শেষ চারের ম্যাচে আজ ভুটানের জালে গোল উৎসবে মাতে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত তহুরার হ্যাটট্রিকে ৭-১ গোলে ভুটানকে উড়িয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। 

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে গোল করেছিলেন শামসুন্নাহার জুনিয়র। চোটের কারণে আজ দলে নেই তিনি। তার বদলে আজ খেলছেন সাগরিকা। 

বাংলাদেশের হয়ে প্রথমার্ধে প্রথম গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন তিনি। লিড নেয়ার পর টাইগ্রেসদের হয়ে জোড়া গোল করেছেন তহুরা খাতুন ও সাবিনা খাতুন। এ দুজনের জোড়া গোলে প্রথমার্ধেই ৫ গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। 

ম্যাচের ৭ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। তহুরার বাড়িয়ে দেয়া বলে দুর্দান্ত এক শটে জাল খুঁজে নেন ঋতুপর্ণা। ১৫ মিনিটে বাংলাদেশের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। এরপর ২৬ মিনিটে গোলের দেখা পান অধিনায়ক সাবিনা খাতুনও। 

এদিকে ম্যাচের ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তহুরা। এর দুই মিনিট পরই নিজের জোড়া গোল পূরণ করেন সাবিনা। বাংলাদেশ ৫ গোল দেয়ার পর অবশ্য একটি গোল দিয়েছে ভুটান। ভুটানের হয়ে গোলটি করেন ডেকি লাহজম।  বিরতির আগে ভুটান এক গোল ফেরত দিলেও বাংলাদেশের দাপট ছিলো স্পষ্ট।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচের ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। তাতে ৬-১ গোলের জয়ে লিড নেয় টাইগ্রেসরা। এবারের টুর্নামেন্টে এ নিয়ে পাঁচ গোল হলো তহুরার। এরপর আক্রমনে ওঠে ভুটান। তবে সেভাবে সুযোগ করতে পারেননি তারা। এরপর ম্যাচের ৭২ মিনিটে লিড আরও বাড়িয়ে ৭-১ করে বাংলাদেশ। 

গোলমুখের সামনে থেকে হেডে বক্স কাঁপান মাসুরা। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ আসে বাংলাদেশের। তবে সুমাইয়া মাতসুশিমা সেই সুযোগ নষ্ট করে। শেষ পর্যন্ত আর গোল না হলে ৭-১ গোলের ব্যবধানের জয়ে সাফের ফাইনালের টিকিট কাটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

ওআ/কেবি


বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন