ছবি: সংগৃহীত
নির্বাচনে লজ্জাজনক হারের পর পদত্যাগের করেছেন কনজারভেটিভ পার্টির নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শুক্রবার (৫ই জুলাই) তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত পদত্যাগ করলেও পরবর্তী উত্তরাধিকার না আসা পর্যন্তি তিনি দলের দায়িত্ব পালন করে যাবেন। প্রধানমন্ত্রী বাসভবনের সামনে তিনি এ ঘোষণা দেন।
আরো পড়ুন: ব্রিটেনে সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়
এর আগে নির্বাচনে নিজের পরাজয় স্বীকার করে নেন সুনাক। তিনি ফলাফলে দুঃখপ্রকাশ করে দায় নিজের কাঁধে নিয়ে বলেন, অনেক কিছু শেখার আছে।
সূত্র: বিবিসি
এইচআ/
খবরটি শেয়ার করুন