মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম

সঙ্গীর খুঁজে কুমিরে ঠাসা খালে রেকর্ড ভাঙা সাঁতার সিংহের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

উগান্ডার কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্কে রাতের বেলা কুমিরে ঠাসা ১ দশমিক ৬ কিলোমিটার লম্বা খাল সাঁতরে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে দুই সিংহ। এই দুই সিংহের মধ্যে জ্যাকব নামের একটি সিংহের একটি পা নেই।

বুধবার (১০ই জুলাই) ইকোলোজি অ্যান্ড এভোলেশন নামের একটি জার্নালে এই দুই সিংহের খালে সাঁতার কাটার তথ্যটি প্রকাশ করা হয়েছে।

গবেষকরা বলেছেন কাজিঙ্গা নামের এই খালটি ১ দশমিক ৬ কিলোমিটার লম্বা। এখন পর্যন্ত সিংহের সাঁতরে খাল পার হওয়ার যেসব তথ্য রেকর্ড করা হয়েছে এটি সেগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ। আর তাদের ধারণা, সিংহীর সংস্পর্শ পেতে এতটা ঝুঁকি নিয়েছে তারা। এছাড়া মানুষের কাছ থেকে আরও দূরে চলে যেতেও এমনটি করে থাকতে পারে বনের এই দুই রাজা।

আরো পড়ুন: বুলডোজারে চড়ে বিয়ের আসরে বর!

পা-হীন জ্যাকব ১০ বছর ধরে এই ন্যাশনাল পার্কটিতে রয়েছে। এই সময়ের মধ্যে শিকারীদের ফাঁদে পা দিয়ে একটি পা হারিয়েছে সে। জ্যাকবের সঙ্গে থাকা অপর যে সিংহ খালটি অতিক্রম করেছে তার নাম টিবু। জ্যাকব ও টিবু সর্ম্পকে ভাই।

জার্নালে বলা হয়েছে, “এই পার্কে সিংহীদের জন্য লড়াইটা খুবই হিংস্র। সিংহীর সংস্পর্শ পাওয়ার লড়াইয়ে তারা হেরে গেছে। এরপরই তারা খালে সাঁতার কাটার সিদ্ধান্ত নেয়। ধারণা করা হচ্ছে, খালের অপর প্রান্তে থাকা সিংহীর সংস্পর্শ পেতে তারা এমন ঝুঁকি নিয়েছে।”

সূত্র: সিএনএন

এইচআ/  

রেকর্ড সিংহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন