বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্রেটা থুনবার্গসহ গাজামুখী নৌবহরের বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েল *** গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন: আবদুল আউয়াল মিন্টু *** ইসরায়েলি যুদ্ধজাহাজ কাছাকাছি এলাকায়, গাজামুখী নৌবহরে হস্তক্ষেপের শঙ্কা *** বিমানবন্দরে জনদুর্ভোগ সৃষ্টি, এম এ মালিককে সতর্ক করল বিএনপি *** অভিনেতা ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে *** ভারতে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অসুর রূপে উপস্থাপন নিন্দনীয় ও অসম্মানজনক: ধর্ম উপদেষ্টা *** স্বস্তি ফিরছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু *** পুলিশের হাতে কামড় দিয়ে পালানো আসামি অবশেষে... *** ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু *** ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

সিপিবির জাতীয় সমাবেশ ১৪ই নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গণআন্দোলনের ধারায় বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বানে আগামী ১৪ই নভেম্বর ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সিপিবির নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় গত সোমবার (২৯শে সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জাতীয় সমাবেশ সামনে রেখে দেশব্যাপী জেলা-উপজেলায় কর্মীসভা, হাটসভা, পথসভা, পদযাত্রা, সমাবেশ ও জনসভার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।

নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায়  আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়।

এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের গ্রেপ্তার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বাংলাদেশের ভূখণ্ড ও সমুদ্রসীমা সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থে ব্যবহার করতে না দেওয়াসহ জনজীবনের সংকট নিরসনের দাবি জানানো হয়। 

এ সময় দেশের  সব  বামপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের পাশাপাশি নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠী, ছাত্র-শ্রমিক, সাংস্কৃতিক-সামাজিক এবং নাগরিক ও পেশাজীবী সংগঠনসহ এবং গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের রাজনৈতিক সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

জে.এস/

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250