ছবি: সংগৃহীত
গণআন্দোলনের ধারায় বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বানে আগামী ১৪ই নভেম্বর ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সিপিবির নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় গত সোমবার (২৯শে সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় সমাবেশ সামনে রেখে দেশব্যাপী জেলা-উপজেলায় কর্মীসভা, হাটসভা, পথসভা, পদযাত্রা, সমাবেশ ও জনসভার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।
নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়।
এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের গ্রেপ্তার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বাংলাদেশের ভূখণ্ড ও সমুদ্রসীমা সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থে ব্যবহার করতে না দেওয়াসহ জনজীবনের সংকট নিরসনের দাবি জানানো হয়।
এ সময় দেশের সব বামপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের পাশাপাশি নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠী, ছাত্র-শ্রমিক, সাংস্কৃতিক-সামাজিক এবং নাগরিক ও পেশাজীবী সংগঠনসহ এবং গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের রাজনৈতিক সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
জে.এস/
খবরটি শেয়ার করুন