ছবি: সংগৃহীত
চার দিনের অবরোধের পর স্বস্তি ফিরতে শুরু করছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। অবরোধ স্থগিতের পর আজ বুধবার (১লা অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে। খুলতে শুরু করেছে দোকানপাটও।
তবে এখনো খাগড়াছড়ি সদর উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভা এবং গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ধাপে ধাপে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ৫ই অক্টোবর পর্যন্ত বা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ স্থগিত করে অবরোধকারী জুম্ম ছাত্র-জনতা।
অবরোধ স্থগিতের পর খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-রাঙামাটিসহ বিভিন্ন দুরপাল্লার সড়কে যান চলাচল শুরু হয়েছে। অনেকেই দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরছেন। আর যারা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে এসে আটকে পড়েছেন, তারাও নিজ নিজ গন্তব্যে ফিরছেন। সবার মধ্যেই এক ধরনের স্বস্তি দেখা গেছে।
১৪৪ ধারা বলবৎ থাকলেও চার দিন পর খুলেছে দোকানপাট। শহরে বেড়েছে মানুষের উপস্থিতি। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শহরের পরিবেশ। গত কয়েক দিনের উত্তেজনা ও সহিংসতায় সাধারণ মানুষের মনে যে ভয় আর উৎকণ্ঠা কাজ করছিল, তা কমতে শুরু করেছে।
১৪৪ ধারা জারি থাকায় খাগড়াছড়ি ও গুইমারায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় আছে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টহল অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে বসানো চেকপোস্টে বরাবরের মতোই জিজ্ঞাসাবাদ চলছে।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ বলেন, ১৪৪ ধারা জারি থাকলেও শারদীয় দুর্গোৎসবের কারণে আমরা মানুষের যাতায়াতকে বাধাগ্রস্ত করছি না। পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে শিগগিরই ১৪৪ ধারা তুলে নেওয়া হতে পারে।
খবরটি শেয়ার করুন