বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর... *** দুর্গাপূজায় বেশ কয়েকটি নতুন গান *** গাজায় মানবিক সহায়তাকর্মীদের হত্যার নিন্দা জানালেন প্রিন্স উইলিয়াম *** দুর্গাপূজার আগে ভারতে গেল ১ লাখ ৩০ হাজার কেজি ইলিশ *** দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা *** পুতিন কেন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন

বন্যার পানিতে মাছ ধরতে নানা রকম জাল বেচাকেনার ধুম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই নানা বয়সী মানুষ ভ্রাম্যমাণ জালের দোকানে ভিড় করছেন। যে যার চাহিদা অনুযায়ী জাল কিনছেন। বুধবার (২৮শে আগস্ট) বিকেলে সদর বাজার ও ধান্যদৌল বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। 

মূলত বন্যার থইথই পানিতে মাছ ধরতে নানান রকম জাল (ফাঁদ) বেচাকেনার ধুম পড়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিভিন্ন হাটবাজারে। 

খোঁজ নিয়ে জানা যায়, টানা বর্ষণ, উজানের ঢল ও গোমতী নদী এবং সালদা নদীর বেড়িবাঁধ ভেঙে বন্যায় প্লাবিত হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া। দীর্ঘ ২০ বছর পর এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে ব্রাহ্মণপাড়াবাসী। চারদিকে থইথই পানি। ভেসে গেছে অসংখ্য পুকুর, খাল ও নদীনালার মাছ। এসব মাছ ছড়িয়ে গেছে বন্যার পানিতে। বিভিন্ন রকম ফাঁদ পেতে এই মাছ ধরছেন স্থানীয় লোকজন। যার ফলে বাজারে মাছ ধরার জালের (ফাঁদ) চাহিদা বেড়েছে। এসব জালের মধ্যে রয়েছে ঝাঁকি জাল, কনুই জাল, কইয়া জাল, ম্যাজিক জাল, বুচনা জাল, ভেসাল জাল, হাত জাল, কুঁড়োজাল, ব্যাগ জাল, ভাসা জাল, ঠেলাজাল অন্যতম। তবে অঞ্চলভেদে এসব জালের নামের ভিন্নতা রয়েছে।

আরও পড়ুন: ইউটিউব দেখে সৌদির খেজুর চাষে সফল সাইফুল

জাল কিনতে আসা উপজেলার দুলালপুর এলাকার বাসিন্দা বশির আহমেদ বলেন, বন্যার পানিতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। অনেকের মতো আমিও বাজারে এসেছি। দরদাম করছি, দামে বনে গেলে দুটো ম্যাজিক আর একটি কনুই জাল কিনব।

উপজেলার নাগালই এলাকার বাসিন্দা হিরন মিয়া বলেন, এ বছর বন্যায় সব পুকুরের মাছ বেরিয়ে গেছে, তাই বন্যার পানিতে সব জায়গায় মাছ পাওয়া যাচ্ছে। আমার ভেসাল জাল পাতা আছে, আরও একটি কিনতে বাজারে এসেছি।

জাল বিক্রেতা আলতাফ হোসেন বলেন, একেকদিন একেক বাজারে গিয়ে মাছ ধরার এসব জাল বিক্রি করে থাকি। এ বছর ব্যবসা ভালো যাচ্ছে। বন্যায় জালের যে চাহিদা তা আমার ব্যবসায়ী বয়সে আর দেখিনি। বিশেষ করে কনুই জাল, ম্যাজিক জাল ও ভেসাল জালের চাহিদা গ্রাহকদের কাছে বেশি।

এসি/ আই.কে.জে


বন্যার পানি ভ্রাম্যমাণ জাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250