বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একদিনে ট্রাফিকের ২৯২ মামলা, জরিমানা ১৭ লাখ টাকা *** কুয়েতে ভিসা পরিবর্তনের সুযোগ নিচ্ছেন ৫৫ হাজার প্রবাসী *** সাবেক তিন সিইসি ও কমিশনারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা *** একনেকে ৩৩০৬ কোটি টাকা ব্যয়ে চার প্রকল্প অনুমোদন *** হাজার কোটি টাকা পাচার, সালমানসহ ২৮ জনের বিরুদ্ধে সিআইডির ১৭ মামলা *** নারী বিশ্বকাপের জন্য স্কোয়াড দিলো বাংলাদেশ *** জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা : তথ্য উপদেষ্টা *** রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে : প্রধান উপদেষ্টা *** অর্ধেক শুল্কে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু, কমতে শুরু করেছে দাম *** চাকরিতে প্রহসনমূলক আবেদন ফি বাতিলের আহ্বান হাসনাতের

ইউটিউব দেখে সৌদির খেজুর চাষে সফল সাইফুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাণিজ্যিক খেজুর চাষে সবার নজর কেড়েছেন এক কৃষি উদ্যোক্তা। ধান, গম আর আলু আবাদ করে লোকসান হলেও সৌদি আরবের খেজুর চাষ করে সাফল্যের মুখ দেখেছেন জয়পুরহাটের কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম।  

গাছে গাছে ঝুলছে কাঁচা পাকা সৌদি আরবের খেজুর। মরিয়ম, আজোয়াসহ প্রায় ১০ জাতের সৌদি খেজুর চাষ করেছেন তিনি। নয়নাভিরাম এই দৃশ্য জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মুনজিয়া গ্রামের কৃষক সাইফুল ইসলামের বাগানে। 

সাইফুল ইসলাম বলেন, ইউটিউব দেখে সৌদি খেজুর চাষে আগ্রহ বাড়ে। সেখান থেকেই তার শুরু হয় সৌদি খেজুর গাছের চারা সংগ্রহ। এরপর তার নিজের ৭০ শতক জমিতে ৪০০টি সৌদি খেজুর গাছের চারা রোপণ করেন। এতে খরচ হয়েছে প্রায় ২৩ লাখ টাকা। এ বছর প্রথম অল্প কিছু খেজুর ধরেছে। এছাড়া তার বাগানে শুধু ফল উৎপাদন নয় আধুনিক পদ্ধতিতে সৌদি খেজুরের ১০টি জাতের প্রায় ১০ হাজার চারাও তৈরি করেছেন। প্রতিটি চারা প্রকার ভেদে ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৮০০ টাকা করে বিক্রি করছেন।

একই গ্রামের কৃষক বেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের মাটিতে সৌদি খেজুর চাষ হতে পারে তার কল্পনাতেই আসেনি। এখন সাইফুলের বাগানে সৌদি খেজুর গাছে ফল দেখে ধারণাই বদলে গেছে। চিন্তা ভাবনায় নিয়েছেন আগামীতে তিনিও সৌদি খেজুর চাষ শুরু করবেন।

আরও পড়ুন: মরিচ চাষের সঠিক পদ্ধতি

রায়কালী গ্রামের তরুণ মাসুদ রানা বলেন, সাইফুল ইসলামের সৌদি খেজুর বাগান দেখে মনে হচ্ছে লেখাপড়া শিখে চাকরির পিছনে না ঘুরে নিজেও উদ্যোক্তা হয়ে যাই।

আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন বলেন, কৃষকদের সৌদি খেজুর বাগান তৈরি ও কৃষিতে উদ্যোক্তা সৃষ্টিতে দিচ্ছেন নানা পরামর্শ। তিনি আরও বলেন, জেলায় প্রথম সৌদি আরবের খেজুর চাষের সফলতা বদলে দেবে এই এলাকার কৃষির চিত্র।

এসি/কেবি

সৌদি আরব ইউটিউব

খবরটি শেয়ার করুন