ছবি: এএফপি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট চালু করার পরিকল্পনা করছেন না বলে সোমবার (২৯শে সেপ্টেম্বর) টিএএসএসকে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আরটি'র।
পেসকভ ব্যাখ্যা করে বলেন, প্রেসিডেন্ট ‘সরকারি ক্রেমলিন চ্যানেলে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত আছেন।’ তবে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার ইচ্ছা নেই তার, কারণ ‘তিনি অনেকবার বলেছেন, এটি তার জন্য নয়।’
এর আগে মুখপাত্র জানান, ক্রেমলিনের কর্মকর্তারা পুতিনকে নিয়মিত অনলাইনে আলোচিত বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন, আবার তার পরিবার ও পরিচিতরাও মাঝে মাঝে তথ্য শেয়ার করেন।
২০১৭ সালে পুতিন বলেছিলেন, তার সময়সূচিতে ইন্টারনেট ব্রাউজ করার অবকাশ নেই। তিনি আরো বলেন, যেটুকু অবসর সময় পাওয়া যায় তা ফিটনেস ও মানসিক স্বস্তি আনতে সহায়ক অন্যান্য কাজে ব্যয় করাই উত্তম।
তিনি বলেছিলেন, ‘আমি সময়সূচি এমনভাবে সাজাই যাতে সৃজনশীল বিকাশের জন্য সময় থাকে—যেমন গান শোনা, খেলাধুলা বা বন্ধুদের সঙ্গে কথা বলা। যদি এর জন্য সময় বের করতে না পারেন, তবে অন্য কিছুর জন্যও সময় বের করা যাবে না।’
পুতিন মোবাইল ফোন ব্যবহারে অনাগ্রহী বলেও পরিচিত—যা তার সমর্থকদের কাছে গুরুত্বপূর্ণ নিরাপত্তাগত সম্পদ হিসেবে বিবেচিত। ২০১৫ সালে এনএসএ হুইসলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতে প্রকাশ পায়, আমেরিকা বিদেশি রাষ্ট্রপ্রধানদের ফোনে আড়ি পেতেছিল, যার মধ্যে ঘনিষ্ঠ মিত্র তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলও ছিলেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন