ছবি: সংগৃহীত
আরব বিশ্বের দেশগুলোর নেতারা ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত হয়ে যাওয়া ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা অনুমোদন করেছেন। ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করার পরিকল্পনার বিকল্প হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি জনগণকে নিজ ভূখণ্ড থেকে সরিয়ে ফেলার কথা বলা হয়েছিল। ফিলিস্তিনি ও আরব নেতারা ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নিধনের সমতুল্য বলে আখ্যা দিয়েছেন।
মিসর উত্থাপিত ও আরব দেশগুলোর গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কথা বলা হলেও পিএর অধীনে গাজার শাসনব্যবস্থা এখনো অনিশ্চিত। কারণ, ইসরায়েল ভবিষ্যতে পিএর কোনো ভূমিকা নাকচ করে দিয়েছে এবং ট্রাম্প তার প্রথম দফায় ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) ওয়াশিংটন অফিস বন্ধ করে দিয়েছিলেন। পাশাপাশি ইসরায়েলের প্রতি সমর্থনও বাড়িয়েছিলেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পুনর্গঠন পরিকল্পনাকে ‘পরিস্থিতির বাস্তবতা উপেক্ষা’ করার শামিল বলে উল্লেখ করেছে। হামাস এ পরিকল্পনার সফলতা নিশ্চিত করতে সহায়তার আহ্বান জানিয়েছে এবং আঞ্চলিক সমর্থন পাওয়াকে ফিলিস্তিনিদের জন্য একটি ‘অগ্রগতি’ হিসেবে বিবেচনা করেছে।
কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের শীর্ষ সম্মেলনে উপস্থাপিত নতুন প্রস্তাবটি জরুরি ত্রাণ, বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নের ওপর ভিত্তি করে।
পরিকল্পনাটি জাতিসংঘের মহাসচিব গুতেরেসের সমর্থনও পেয়েছে। তিনি এর আগে ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ পরিকল্পনার পর জাতিগত নিধনের সতর্কতা দিয়েছিলেন।
এইচ.এস/