রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে দিল্লির বক্তব্যের জবাব দিলো ঢাকা *** প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা *** বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামানো ‘অন্যায়’ হয়েছে: সেলিম *** ভারতের ভেঙ্কটেশ্বর মন্দির যে কারণে আজ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে *** আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই: সালাহউদ্দিন *** নাজমুল শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক *** ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭ শতাংশ কমতে পারে, বাংলাদেশে কী হবে *** গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই *** ‘দুই দিনের মধ্যে’ এশিয়া কাপের ট্রফি চায় ভারত, না হলে... *** লজ্জায় স্কুলে যেতে চায় না ইমরান হাশমির ছেলে, যা বললেন অভিনেতা

দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৭ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

প্রতীকী ছবি

দেশে টাইফয়েডের টিকাদান শুরু হচ্ছে আজ রোববার (১২ই অক্টোবর)। রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা টিকা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উপপরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩০শে অক্টোবর পর্যন্ত ১৪টি কর্মদিবসে (রোব-বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। শনিবার ও বাকি দিনগুলোতে নিয়মিত টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। আর ৩০শে অক্টোবরের পর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত দেওয়া হবে কমিউনিটি পর্যায়ে।

এ কর্মসূচির আওতায় প্রায় ৪ কোটি ৯০ লাখ শিশু ও কিশোর-কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দেবে সরকার। জন্মসনদ না থাকলেও শিশুরা টিকা পাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি দেশে টাইফয়েডের প্রথম টিকাদান ক্যাম্পেইন। টিকাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্যাভির সহায়তায় সরকারের পাওয়া টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট।

এর আগে নেপাল, পাকিস্তানসহ ৯টি দেশে প্রয়োগ করা হয়েছে এই টিকা। এতে এখনও বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

কারা পাবে এই টিকা

ক্যাম্পেইনের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সব শিক্ষার্থী এক ডোজ করে টাইফয়েডের টিকা পাবে। এ ছাড়া ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী যেসব শিশু বিদ্যালয়ে পড়াশোনা করে না, তাদের বাড়ি বাড়ি গিয়ে এই টিকা দেওয়া হবে। শহর এলাকার পথশিশুদের জন্য দায়িত্বে থাকবে বিভিন্ন এনজিও সংস্থা।

কেন জরুরি এই টিকাদান

স্বাস্থ্য মন্ত্রণালয়ে সম্প্রতি আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, দেশে ২০২১ সালে ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে আট হাজার মানুষ মারা যায়, যাদের ৬৮ শতাংশই শিশু। 

ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, টাইফয়েড সারাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে টাইফয়েড কমে এলে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহারও কমবে।

বিশেষজ্ঞদের মতে, দেশে ওষুধ-প্রতিরোধী টাইফয়েড জ্বরের প্রকোপ দিন দিন বাড়ছে। তাই এই টিকা সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিবন্ধন করবেন যেভাবে

টিকা নিতে হলে https://vaxepi.gov.bd/registration/tcv লিঙ্ক থেকে ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর জন্মসনদ ব্যবহার করে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।

নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গত ১লা আগস্ট থেকে। যাদের জন্মসনদ নেই, তারা নিকটস্থ টিকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেবে। ইতোমধ্যে দুই কোটি শিশু এই টিকার জন্য নিবন্ধন করেছে।

জে.এস/

টাইফয়েড টিকাদান কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250