ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলেক জানিয়েছেন, তিনি লাইম রোগে আক্রান্ত। ইনস্টাগ্রাম পোস্টে নিজের এই স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়ে তিনি বলেন, এই রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি তাকে ‘আক্ষরিক অর্থেই চমকে দিয়েছে’। তবে সেই সঙ্গে বিষয়টি ব্যাখ্যা করে দিয়েছেন, কেন তিনি মঞ্চে পারফর্ম করার সময় কখনো কখনো অসুস্থতা অনুভব করতেন।
৪৪ বছর বয়সী ‘ক্রাই মি আ রিভার’ গায়ক সম্প্রতি তার কনসার্ট ট্যুরের সমাপ্তি টানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাস্থ্যসংক্রান্ত এই অভিজ্ঞতা ভাগ করে নেন। খবর বিবিসির।
লাইম ডিজিজ হলো একধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা আক্রান্ত পোকার কামড়ের মাধ্যমে মানুষের দেহে ছড়ায়। প্রাথমিক পর্যায়ে অ্যান্টিবায়োটিকে চিকিৎসা নিলে বেশিরভাগ রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। তবে অনেক ক্ষেত্রেই সংক্রমণের পর দীর্ঘদিন পর্যন্ত অবসাদ, শরীর ব্যথা ও দুর্বলতা রয়ে যেতে পারে।
টিম্বারলেক জানান, তিনি চাইলে তার কনসার্ট আগেভাগেই বন্ধ করে দিতে পারতেন, তবে শেষ পর্যন্ত পারফর্ম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার (৩১শে জুলাই) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে টিম্বারলেক লেখেন, ‘তোমরা যারা আমাকে চেনো, জানো আমি বরাবরই একটু ব্যক্তিগত জগতে থাকতে পছন্দ করি। কিন্তু ট্যুরটা শেষ করে ফিরে এসে ভাবছিলাম—আমার জীবনে এই মুহূর্তে কী চলছে, সেটা সবাইকে জানানো যাক। আমি অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আমার শরীরে লাইম ডিজিজ ধরা পড়েছে। এটা বলছি যেন সবাই বুঝতে পারে, আমার সবকিছু স্বাভাবিক নেই।’
টিম্বারলেক আরও লেখেন, ‘যারা এই রোগে আক্রান্ত হয়েছেন কিংবা কাছের কাউকে আক্রান্ত হতে দেখেছেন, তারা জানেন এই রোগ মানসিক ও শারীরিকভাবে কী পরিমাণে নিঃশেষ করে দিতে পারে।’
টিম্বারলেক জানান, লাইম ডিজিজের প্রভাব তার শরীরে পড়লেও পারফর্ম করার আনন্দ তার চেয়ে অনেক বড় হয়ে উঠেছে। ‘আমি খুশি যে শেষ পর্যন্ত আমি চালিয়ে গিয়েছিলাম। শুধু নিজের মানসিক দৃঢ়তাই নয়, আমি এমন অনেক মুহূর্ত তৈরি করেছি ভক্তদের সঙ্গে, যেগুলো সারা জীবন মনে রাখব’ বলেন তিনি। ২০২৪ সালের এপ্রিল থেকে শুরু হওয়া তার বিশ্ব সফর শেষ হয়েছে ২০২৫ সালের জুলাইয়ে, তুরস্কে।
জে.এস/
খবরটি শেয়ার করুন