রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার *** যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু *** তারেক রহমান আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন: মির্জা ফখরুল *** ১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু *** ট্রাম্পের হুমকিতেও রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ভারত *** নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

দুই বছর পর আবার মঞ্চে বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

‘র‍্যাডক্লিফ লাইন’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

নাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র‍্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর ১৫ই আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র‍্যাডক্লিফ লাইন। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল।

র‍্যাডক্লিফ লাইন নাটকের গল্পের কেন্দ্রে রয়েছে দুই চরিত্র—বিজিবি সদস্য জামাল ও বিএসএফ সদস্য হীরালাল। সীমান্তের কাছাকাছি একটি গরু দেখতে পেয়ে সেটাকে ধরার চেষ্টা করে হীরালাল। কিন্তু পারে না। একটি সুড়ঙ্গে ঢুকে পড়ে গরুটি। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে হীরালাল সেই সুড়ঙ্গে ঢোকে, নো ম্যানস ল্যান্ডে পৌঁছে যায়।

অন্যদিকে, সুড়ঙ্গ দিয়ে পালিয়ে আসা সেই গরুটিকে ধরার চেষ্টা করে বিজিবি সদস্য জামাল। এ সময় হীরালালের সঙ্গে তার দেখা হয়। দুজনের কথোপকথনে উঠে আসে রাজনৈতিক ইতিহাস, উভয় পক্ষের দুর্দশা আর সীমান্ত হত্যার কথা। আলোচনার একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পরস্পরের দিকে অস্ত্র তাক করে। একসময় জামাল ও হীরালাল বুঝতে পারে, দেশ আর ধর্মের ভিত্তিতে আলাদা হলেও তাদের সংকট একই।

র‍্যাডক্লিফ লাইন নাটকে অভিনয় করেছেন খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, শিশির সরকার ও সঞ্জয় হালদার। আলোক পরিকল্পনায় তানজিল আহমেদ, মঞ্চ পরিকল্পনায় তাজিম আহমেদ শাওন, সংগীতে জনি সেন রুবেল, সাদ্দাম রহমান এবং শব্দ প্রক্ষেপণে রয়েছেন সাদ্দাম রহমান। এরই মধ্যে শুরু হয়েছে নাটকটির অগ্রিম টিকিট বিক্রি।

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন