রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

‘প্রেসিডেন্ট লুলা যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারেন’, ব্রাজিলকে নিয়ে সুরবদল ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার সঙ্গে যে কোনো সময় শুল্ক ও দুই দেশের মধ্যে বিদ্যমান অন্যান্য মতবিরোধ নিয়ে আলোচনার জন্য ফোন করতে পারেন। খবর রয়টার্সের।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘তিনি (লুলা) যখন ইচ্ছা আমার সঙ্গে কথা বলতে পারেন।’ ট্রাম্প আরও বলেন, তিনি ব্রাজিলের জনগণকে ভালোবাসেন। তবে যারা ব্রাজিলের শাসনভার পরিচালনা করছেন, তারা ভুল কাজ করেছেন।

ট্রাম্পের এসব মন্তব্যের পর ব্রাসিলিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদাদ ট্রাম্পের বক্তব্যকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেন। হাদাদ বলেন, তিনি নিশ্চিত যে লুলাও একই রকম ভাবছেন এবং আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে একটি ফোন পাওয়ার অপেক্ষায় আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লুলা বলেন, ব্রাজিলের দরজা সব সময় সংলাপের জন্য খোলা। তবে তিনি তার পোস্টে ট্রাম্প বা আমেরিকার প্রেসিডেন্টের করা মন্তব্যের বিষয়ে কিছু বলেননি।

ট্রাম্প ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তবে সব পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে না। অনেক পণ্যে ছাড়সুবিধা আছে।

২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিচার চলছে। ট্রাম্প বলসোনারোর বিরুদ্ধে এ বিচারকাজকে রাজনৈতিকভাবে হয়রানি বলে বর্ণনা করেছেন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প লুইজ ইনাসিও লুলা দা সিলভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন