বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে অতীতের নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে : রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে অতীতের নীরবতা ও নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে। নদীর পানি শুধু রাজনীতি নয়, কূটনীতি ও অর্থনীতি।

রোববার (২২শে সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুরে মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: রাঙামাটিতে তুলে নেওয়া হলো ১৪৪ ধারা

রিজওয়ানা হাসান বলেন, দর কষাকষি করে আমাদের অনুকূলে যদি একটি চুক্তি করতে পারি সেখানে স্বাক্ষর করতে রাজি থাকবো। অন্যদেশ কী করলো না করলো সেটা দেখার বিষয় না। তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ায় পরও ভারত স্বাক্ষর করেনি।

তিনি বলেন, আমাদের দাবিগুলোকে তাদের সামনে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করতে পারবো। যা আমাদের দেশের অতীতের সরকার করেনি।

এসময় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে/

ভারত সৈয়দা রিজওয়ানা হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন