বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেড় কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাভার ও গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে ১ কোটি ৪৯ লাখ টাকার হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

গ্রেপ্তাররা হলেন মো. জামিল হোসেন (২০), মো. মিজানুর রহমান মিজান (২০) মো. তারিফ হোসেন (৪৩) ও মো. শহিদুল হক (৩৫)।

শনিবার (১৭ই ফেব্রুয়ারি) র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : হারিয়ে যাওয়া ১০ হাজার টাকা হকারকে ফিরিয়ে দিলেন স্টেশন মাস্টার

তিনি জানান, শুক্রবার(১৬ই ফেব্রুয়ারি) গাজীপুর জেলার কাশিমপুর থানার মামুন নগর এলাকায় ৪৯০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৭ই ফেব্রুয়ারি) সকালে সাভারের হেমায়েতপুর এলাকা হতে ১ কেজি হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

এএসপি মাজহারুল জানান, কাশিমপুরের অভিযান থেকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয় মো. জামিল হোসেন, মো. মিজানুর রহমান মিজান ও মো. তারিফ হোসেনকে। অন্যদিকে সাভারের অভিযান থেকে গ্রেপ্তার করা হয় মো. শহিদুল হককে।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।

এস/এসি

গ্রেপ্তার দেড় কোটি টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন