মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান

রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় পুলিশের অভিযান, আটক ২৮

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে সমিলিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৩রা মার্চ) সন্ধ্যার পর ধানমণ্ডি, গুলশান, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

ঢাকা মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ড. খন্দকার মহিদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাজধানীতে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালানো হচ্ছে। অনিয়ম ও অব্যবস্থাপনা দেখা গেলেই আমরা সতর্ক করছি। কিছু কিছু জায়গায় আইনগত পদক্ষেপ নিচ্ছি। এখন পর্যন্ত রাজধানীজুড়ে ২৮ জনকে আটক করা হয়েছে। কেবল ধানমণ্ডিতেই ১৫টি রেস্তোরাঁয় অনিয়ম ও অবব্যবস্থাপনার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে।

রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকাতে গড়ে ওঠা কয়েকটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে ভবনগুলোতে কোনো ধরনের দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ড ঘটলে, নিরাপদ প্রস্থানের রাস্তা আছে কি না পরীক্ষা করা হচ্ছে বলে জানায় পুলিশ। 

অগ্নি নির্বাপনের ব্যবস্থা ও অন্যান্য নিরাপত্তা সঠিক আছে কি না তা যাচাই করছে পুলিশ। এসময় ভবনগুলোর সিঁড়িপথে গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য প্রতিবন্ধকতাও খতিয়ে দেখে পুলিশ।

আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ড: চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন আরও ২ জন

গুলশানে অভিযান পরিচালনার সময় একটি ভবনে অনিয়ম পাওয়ায় ভবন মালিককে সতর্ক করেছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কজি কটেজে ভয়াবহ আগুনের ঘটনায় প্রাণ হারান ৪৬ জন। তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়। আহত ১৩ জনের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৭ সদস্যের মেডিকেল বোর্ড। 

এসকে/ আই.কে.জে/ 

রাজধানী রেস্তোরাঁয় পুলিশের অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন