ফাইল ছবি (সংগৃহীত)
রাজধানীর জনপ্রিয় বাহন মেট্রোরেলের টিকেটের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (৬ই জানুয়ারি) এনবিআরের ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর সই করা একটি আদেশ জারি করা হয়েছে।
আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই অব্যাহতি বলবৎ থাকবে বলে আদেশে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮শে ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচল মতিঝিল পর্যন্ত বাড়ানো হয়। মেট্রোরেলের যাত্রীদের কোনো ক্লাস বা শ্রেণিবিন্যাস নেই। সব যাত্রী একই ভাড়ায় নির্ধারিত গন্তব্যে আসা-যাওয়া করতে পারেন।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন