মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

লাল গোলাপকে কেন ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

গোলাপের রয়েছে নানা প্রকারভেদ, তবে ভালোবাসা দিবসে লাল গোলাপের চাহিদা থাকে শীর্ষে। লাল গোলাপকে ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়, কিন্তু এর পেছনের ইতিহাস কী জানেন?

এর সূত্র খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে পৌরাণিক যুগে। প্রাচীন গ্রিকরা ভালোবাসার দেবী হিসেবে অ্যাফ্রোদিতিকে পূজা করতো, আর রোমানরা তাকে ডাকতো ভেনাস নামে। বিশ্বাস করা হয়, দেবী অ্যাফ্রোদিতি তার প্রেমিক অ্যাডোনিসকে অত্যন্ত ভালোবাসতেন। প্রেমিকের মৃত্যুর শোকে দেবীর বুকে রক্তক্ষরণ হতো, আর সেই রক্ত থেকেই গোলাপের রং হয়ে উঠেছিল লাল।

আরো পড়ুন : চিনি খাওয়া কেন কমানো জরুরি!

এই পৌরাণিক কাহিনি সপ্তদশ শতকে আরও জনপ্রিয় করে তোলেন সুইডেনের রাজা দ্বিতীয় চার্লস। পার্সিয়া সফরকালে তিনি "ফুলের ভাষা" নামে একটি সাংকেতিক ভাষার প্রচলন করেন, যেখানে বিভিন্ন ফুলের মাধ্যমে অনুভূতি প্রকাশ করা হতো।

উদাহরণস্বরূপ, হলুদ গোলাপ হতাশার প্রতীক, বেগুনি গোলাপ দুঃখ ও ক্ষমা প্রার্থনার ইঙ্গিত বহন করতো, আর লাল গোলাপ হলো গভীর প্রেম ও অনুরাগের প্রতীক।

রাজা চার্লসের প্রচলিত এই ধারণা ও পৌরাণিক কাহিনি মিলিয়ে সতেরো শতক থেকেই লাল গোলাপ বিশ্বব্যাপী ভালোবাসার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাই ভালোবাসা দিবস বা প্রেমের প্রকাশে লাল গোলাপ আজও প্রেমিক-প্রেমিকার হাতে জায়গা করে নেয়।

এস/কেবি










লাল গোলাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন