বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

ঘূর্ণিঝড় ‘ডানা’

বরিশালে ২০৮৮টি আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বঙ্গপোসাগরে উদ্ভূত প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে ৭৯৮টি মাধ্যমিক, ১৫৯০টি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ ২০৮৮টি স্থানে আশ্রয় নিতে পারবে ঘূর্ণিঝড় কবলিতরা।

বুধবার (২৩শে অক্টোবর) সন্ধ্যায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে এসব কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

তিনি বলেন, বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যার প্রতিটি আশ্রয়কেন্দ্রে ৫০০ জন করে আশ্রয় নিতে পারবে। এছাড়া ৭৯৮টি মাধ্যমিক, ১৫৯০টি প্রার্থমিক বিদ্যালয় প্রস্তুত করা হয়েছে। এছাড়া নগদ ১২ লাখ টাকা, ৫৬৯ টন চাল, শিশু খাদ্যের জন্য ৫ লাখ টাকা, গোখাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া জেলার ১০টি উপজেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে।

আরও পড়ুন: সাত বিভাগে কিশোরীদের ‘জরায়ু ক্যানসার’ প্রতিরোধে দেওয়া হবে টিকা

দুর্যোগ মোকাবেলায় ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৩২ হাজার স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্টের ২০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। এর সঙ্গে স্কাউট সদস্য ও বিএনসিসি সদস্যদের যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ডানা যদি আঘাত হানে সেই অবস্থা ও তার পরবর্তী অবস্থা মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। পর্যাপ্ত খাদ্য, নিরাপদ আশ্রয়কেন্দ্র ও উদ্ধারে স্বেচ্ছাসেবক ব্যবস্থা করা হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, জেলা শিক্ষা অফিসার বরিশাল জাহাঙ্গীর হোসাইন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে

ঘূর্ণিঝড় ‘ডানা’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন