বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

কয়লায় দূর হবে মুখের ময়লা, যেভাবে বানাবেন ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মুখের ময়লাভাব দূর করতে ভরসা রাখতে পারেন কয়লায়। হ্যাঁ ঠিকই শুনেছেন। কালো কয়লাই মুখ থেকে যাবতীয় ময়লা পরিষ্কার করতে সক্ষম হবে। এ জন্য কাঠকয়লা দিয়ে তৈরি করা ফেসপ্যাক ব্যবহার করুন। এই ফেসপ্যাক লাগালে কী কী উপকার পাবেন, কীভাবে এটি তৈরি করবেন চলুন জেনে নিই- 

বাজারে সহজেই পাওয়া যায় অ্যাকটিভেট কাঠকয়লা। নারকেলের খোসা, বাঁশ বা অন্যান্য প্রাকৃতিক জিনিস থেকে এটি প্রস্তুত করা যায়। বিশেষ ধরনের শোষণ করার ক্ষমতা রয়েছে এই কাঠকয়লার। এটি সহজেই ত্বকে জমে থাকা ধুলো-ময়লা পরিষ্কার করে। 

কাঠকয়লা নিজের ওজনের চেয়ে বহুগুণ বেশি দূষণ ও টক্সিন শোষণ করতে পারে। এটি মুখের ত্বকে তৈরি হওয়া লোমকূপে জমে থাকা ময়লা দ্রুত টেনে পরিষ্কার করে। কাঠকয়লার ফেসপ্যাক ব্যবহার করলে ব্রণ সমস্যাও সহজে দূর হয়ে যায়।

আরো পড়ুন : আপনাকে শান্ত রাখবে যে খাবারগুলো

কীভাবে এই ফেসপ্যাক তৈরি করবেন?

এই ফেসপ্যাক তৈরি করতে বাজার থেকে অ্যাকটিভেট কাঠকয়লা কিনুন। ২ চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ চারকোল বা কাঠকয়লার পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করুন।

আপনি যদি এই প্যাকের মধ্যে এক থেকে দুই ফোঁটা টি ট্রি অয়েল মেশান, তাহলে আরও ভালো। টি ট্রি অয়েলের অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো ত্বক থেকে ব্যাকটেরিয়া সরাতে সাহায্য করে। ফলে আপনার ফেসপ্যাক হয়ে উঠবে আরও কার্যকর। 

কাঠকয়লার ফেসপ্যাক ব্যবহারের নিয়ম 

প্রথমে কয়লার ফেসপ্যাক সারামুখে লাগিয়ে রাখুন। অন্তত ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাক শুকিয়ে গেলে গরম পানিতে তোয়ালে ডুবিয়ে চেপে চেপে মুখ পরিষ্কার করে নিন। সপ্তাহে দুবার এই ফেসপ্যাক ব্যবহার করুন। মুখ থেকে ময়লা, অতিরিক্ত তেল দূর হবে। ত্বক হবে মসৃণ, উজ্জ্বল। 

এস/ আই.কে.জে/


কয়লা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন