ছবি: সংগৃহীত
একদিকে সংবাদ আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ব্রিটিশ সরকার। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে 'গণহত্যা' হিসেবে মেনে নিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। আবার অন্যদিকে, খবর আসছে সেই সরকারই ইসরায়েলকে সহায়তা করছে প্রাণঘাতী অস্ত্র দিয়ে।
এমনই এক উদ্বেগজনক সংবাদ দিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। বলছে—এক মাসের ব্যবধানে ইসরায়েলকে এক লাখেরও বেশি গুলি দিয়েছে ব্রিটেন।
তুরস্কের আনাদোলু এজেন্সি ও চ্যানেল ফোর-এর অনুসন্ধানী প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক আগ্রাসনের মধ্যেই ব্রিটেন থেকে তারা এক লাখ ১০ হাজার গুলি পেয়েছে। ওই গুলিগুলো পুরো আগস্টে সরবরাহ করা হয়েছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মুখে শান্তির বুলি আওড়ালেও তার সরকার সামগ্রিকভাবে ইসরায়েলে অস্ত্র রপ্তানির পরিমাণ বাড়িয়েছে। গুলির চালানের মোট দাম ২০ হাজার পাউন্ড (প্রায় ২৭ হাজার আমেরিকান ডলার)। সামগ্রিকভাবে, গত আগস্টে ইসরায়েলে দেড় লাখ পাউন্ডের অস্ত্র পাঠিয়েছে ব্রিটেন।
২০২২ সালের জানুয়ারির পর এটাই দামের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্রের চালান। প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের শুল্কনীতি অনুসারে এই চালানকে 'গুলি' হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আগস্টে অস্ত্রের চালানের মধ্যে আছে ট্যাংকের যন্ত্রাংশ, শটগান বা রাইফেলের যন্ত্রাংশ এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ।
প্রতিবেদনটিতে ইসরায়েলি কর কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে—গত জুনে ইসরায়েলি শুল্ক বিভাগ ব্রিটেন থেকে আসা প্রায় চার লাখ পাউন্ডের অস্ত্র নিয়ে কাজ করেছে। ২০২২ সাল থেকে এসব তথ্য নথিবদ্ধের কাজ শুরু হয়। সে সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এটাই এক মাসে সর্বোচ্চ অস্ত্র আসার নজির।
খবরটি শেয়ার করুন