মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ইভ্যালি নিয়ে বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ইভ্যালির ভবিষ্যত করণীয় বিষয়ে বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (২৪শে জানুয়ারি) দুপুরে বৈঠকে বসার কথা রয়েছে। জানা গেছে, সম্প্রতি গ্রাহকের টাকা পরিশোধ করে ব্যবসায় পুরো দমে ফেরার ব্যাপারে মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে ইভ্যালি। তাদের চিঠির প্রেক্ষিতে বৈঠকে বসছে মন্ত্রণালয়।

ই-কমার্সের বিষয়টি নিয়ে কাজ করা বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ সাঈদ আলী বলেন, মূলত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল এ বিষয়ে একটি চিঠি দিয়েছে মন্ত্রণালয়কে। সেটি নিয়েই আমরা বৈঠকে বসছি। সেখানে হয় আলোচনা করে বাস্তবতা বুঝা যাবে।

আরো পড়ুন: দেশের রাস্তায় নামছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড

এদিকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি চলতি জানুয়ারি মাস থেকে গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দিতে শুরু করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল। এছাড়া আগামী মে মাস থেকে চেকসহ পুরাতন সব দেনার টাকা ইভ্যালি পরিশোধ করা শুরু করবে বলে জানিয়েছেন তিনি।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, ইভ্যালির খুব একটা টাকা গেটওয়েতে নেই। বিকাশ, নগদে কিছু টাকা হয়ত রয়েছে। কিন্তু সেটি দিয়ে গ্রাহকদের পাওনা পরিশোধ করা সম্ভব না। সুতরাং এটি কীভাবে সমাধান হবে সেটি বলা মুশকিল।

এইচআ/ আই.কে.জে/


বৈঠক বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন