মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

যে দেশের মানুষ বেশি সময় কাটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটান। অ্যাপ ভিত্তিক এই পরিষেবাগুলো ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে।

সদ্য একটি রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। আর সংখ্যার নিরিখে যেটা গিয়ে দাঁড়ায় ৫ বিলিয়ন তথা ৫০০ কোটির কাছাকাছি। এক গবেষণার পরে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড সংস্থা।

ডিজিটাল অ্যাডভাইজরি ফার্ম কেপিওস তাদের সর্বশেষ একটি প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরেছে। এই সমীক্ষার তালিকায় রয়েছে মেটার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক, চীনের উইচ্যাট, টুইটার, মেসেঞ্জার ও টেলিগ্রাম সহ আরও অনেক কিছু। সঙ্গে রয়েছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবও।

আরো পড়ুন : মানুষের মস্তিষ্কে এই প্রথম বসানো হলো চিপ

বিশ্বের কোন দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি সময় কাটায়?

সারা বিশ্বের মানুষ বিনোদনের জন্য এবং দেশ বিদেশের মানুষদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের কোন দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি সময় কাটায়?

ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিকস অনুসারে, বিশ্বের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সক্রিয় ব্যক্তিদের তালিকায় ফিলিপাইনের লোকদের নাম রয়েছে। তারা সাধারণত ৪ ঘন্টা ৬ মিনিটের জন্য এখানে সক্রিয় থাকে।

ভারতীয়রা প্রতিদিন গড়ে ২ ঘন্টা ২৪ মিনিট সময় ব্যয় করে সোশ্যাল মিডিয়ায়। আমেরিকানরা প্রতিদিন প্রায় ২ ঘন্টা ১৪ মিনিট সময় কাটায়। 

এস/  ‪আই.কে.জে

মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম জনসংখ্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন