বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

বায়ার্ন-রাজত্বের অবসান, জার্মানির নতুন চ্যাম্পিয়ন লেভারকুসেন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

খেলা শেষ হতে তখনো বাকি ১০ মিনিট। মাঠের প্রান্তে গ্যালারির সবগুলো গেট খুলে দেওয়া হলো সমর্থকদের জন্য। এর মিনিটখানেকের মাথায় গোল উদযাপনে সামিল হতে কিছু সমর্থক আবার মাঠেও ঢুকে পড়েন।

তাদের চোখেমুখে সেই উচ্ছ্বাস, সেই আনন্দ, সেই উৎকণ্ঠাই বলে দিচ্ছিলেন আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন তকমা পেতে কতটা ব্যাকুল হয়ে আছেন তারা। রেফারির শেষ বাঁশি বাজার পর তাদের আর পায় কে!

উৎসবের শুরুটা অবশ্য অনেক আগে থেকেই। অপেক্ষা ছিল কেবল একটা জয়ের। ঘরের মাঠ বেঅ্যারেনায় সেই জয় এল বেশ সহজেই। ভের্ডার ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে ৫ ম্যাচ হাতে রেখেই জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হয়েছে বায়ার লেভারকুসেন। ১২০ বছরের ইতিহাসে এই অমৃত স্বাদ আগে কখনো পায়নি রাইন নদীর তীর ঘেঁষা শহরের ক্লাবটি।

অথচ বুন্দেসলিগা মানেই যেন বায়ার্ন মিউনিখের আধিপত্য। গত ১১ বছরে তো তা-ই হয়ে এসেছে। তবে এবার গল্পে বদল আনে বায়ার লেভারকুসেন। ২৯ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়েই শিরোপা নিশ্চিত করে ফেলে তারা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বায়ার্ন। লিগে বাকি ম্যাচগুলোর সবকটিতেও জিতলেও আর শীর্ষে যেতে পারবে না তারা।

লেভারকুসেনের এমন বদলে যাওয়ার নেপথ্যে কারিগর জাভি আলোনসো। খেলোয়াড় হিসেবে বেশ নাম কুড়িয়েছেন তিনি, কোচ হিসেবেও এই স্প্যানিশের শুরুটা হলো স্বপ্নের মতো। ২০২২ সালে যখন ডাগআউটে বসেন, লেভারকুসেন তখন রেলিগেশন জোনে ধুঁকছে। সেখান থেকে ক্লাবটিকে ছয়ে এনে মৌসুম শেষ করেন তিনি।

আর চলতি মৌসুমে তো একেবারে অপ্রতিরোধ্যই বানিয়ে ফেলেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ভেতর কেবল লেভারকুসেনই একমাত্র ক্লাব যারা এখনো পরাজয়ের মুখ দেখেনি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত টানা ৪৩ ম্যাচ অপরাজিত তারা।     

মৌসুম শুরুর আগে খোদ লেভারকুসেন সমর্থকরাও হয়তো ভাবেননি আনকোরা আলোনসোর হাত ধরে স্বপ্ন পূরণ হবে। এর আগে পাঁচবার কাছে গিয়েও এমন স্বাদ পায়নি, রানার্সআপ হয়েই শেষ করতে হয়েছে। সবশেষ কোনো শিরোপা জিতেছে ডিএফবি পোকালে। সেটারও তিন দশক পার হয়ে গেছে।

আরো পড়ুন: মেসির গোলে জয়ে ফিরল মায়ামি

এই সময়ে কতই না বঞ্চনা, উপহাসের শিকার হতে হয়েছিল তাদের। বারবার ব্যর্থ হওয়ায় গায়ে জুটেছে 'নেভারকুসেন' (কখনো জেতে না) তকমা। সেই লেভারকুসেনই আজ জিতে দেখাল তাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত শিরোপাটি। গোল উৎসবের ম্যাচে ব্রেমেনের বিপক্ষে হ্যাটট্রিক করেন ফ্লোরিয়ান ভিতজ। বাকি দুটি গোল আসে গ্রানিত জাকা ও ভিক্টোর বোনিফেসের পা থেকে।

লিগ নিশ্চিতের পর লেভারকুসেন এখন ট্রেবল জয়ের স্বপ্ন বেশ ভালোভাবেই দেখতে পারে। ডিএফবি পোকালের ফাইনালে আগামী ২৫শে মে দ্বিতীয় সারির দল কাইজারস্লটার্নের মুখোমুখি হবে তারা।

ইউরোপা লিগে নিজেদের অন্যতম দাবিদার হিসেবেই রাখছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ওয়েস্টহ্যামকে হারিয়েছে ২-০ গোলে। তাই লেভারকুসেন সমর্থকদের স্বপ্ন দেখতে দোষ আছে কি?

এইচআ/ 

চ্যাম্পিয়ন বুন্দেসলিগা লেভারকুসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন