প্রতীকী ছবি
পাশ্চাত্য খাবারের পাশাপাশি প্যান এশিয়ান খাবারগুলোর প্রতিও এখন আগ্রহ দেখাচ্ছেন তরুণেরা। চাইলে বাড়িতেও বানাতে পারেন এসব পদ। আপনাদের জন্য থাকছে মিটবক্সের রেসিপি।
উপকরণ
রান্না করা মাংস ১ কাপ (মুরগি, গরু বা খাসির স্ট্রিপস), ফ্রেঞ্চফ্রাই ১ কাপ (ভাজা ও মচমচে), কুচানো লেটুস পাতা ১ কাপ, টমেটো ১টি (স্লাইস করা), শসা ১টি (স্লাইস করা), ছোট পেঁয়াজ ১টি (স্লাইস করা), রসুনের মেয়নেজ বা ঝাল সস ২ টেবিল চামচ, চিজ (ঐচ্ছিক) ২ টেবিল চামচ (কুচানো)।
প্রণালি
পরিবেশনের বক্সে বা ট্রেতে ফ্রেঞ্চফ্রাই বিছিয়ে নিন। তার ওপর দিন গরম মাংসের স্ট্রিপস। লেটুস পাতা, টমেটো, শসা ও পেঁয়াজ দিন। পছন্দের সস দিন। চাইলে চিজ দিতে পারেন। গরম-গরম পরিবেশন করুন।
জে.এস/
খবরটি শেয়ার করুন