বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

সিরিজ বাঁচাতে মালদ্বীপের বিপক্ষে আজ নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ এশিয়া কাপ বাছাইয়ের ড্র পটে সুবিধাজনক অবস্থানে থাকতে নভেম্বর উইন্ডোতে মালদ্বীপকে বেছে নিয়েছিল। কিন্তু দুই ম্যাচের হোম সিরিজে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে স্বাগতিক বাংলাদেশ। সমতা আনতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই তাদের। অন্যদিকে সফরকারী মালদ্বীপের ড্র হলেও চলবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ প্রথম ম্যাচে ভালো ফুটবল খেলেও গোল পায়নি। উল্টো মালদ্বীপ এক গোল দিয়ে নিজেদের রক্ষণ ঠিক রেখে ম্যাচে জয় আদায় করেছে। তাই আজকের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য গোল আদায়, 'আমরা প্রথম ম্যাচ ভালো খেলেছি। তবে জিততে পারিনি বলে ভালো খেলা কেউ মূল্যায়ন করবে না। এটাই স্বাভাবিক। আমরা চাইবো শনিবারের ম্যাচটি জিততে। এই যোগ্যতা আমাদের আছে।'

আরো পড়ুন : বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

মালদ্বীপের কোচ আলী সুজেইন প্রথম ম্যাচ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে। আজকের ম্যাচ জিতে মালদ্বীপে ফিরতে চান। এজন্য তিনি কৌশলে ভিন্নতা আনতে পারেন, 'বাংলাদেশ চাইবে কালকের ম্যাচ জিততে। আমরা তা হতে দিতে চাই না। এজন্য কৌশলও বদল করে খেলতে পারি। আমরাও চাই টানা দুটি জয় নিয়ে দেশে ফিরে যেতে।'

বাংলাদেশের সিনিয়র ফুটবলার সোহেল রানা। তিনি আগের ম্যাচের ভুল শুধরে জয় পেতে চান, 'প্রথম ম্যাচে গোলের অনেক সুযোগ আমাদের এসেছিল। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। ওই ম্যাচ ভুলে আমরা এখন দ্বিতীয় ম্যাচেই ফোকাস করছি। প্রথম ম্যাচ যেভাবে খেলেছি তাতে আমি মনে করি, দ্বিতীয় ম্যাচে ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের প্রত্যেক খেলোয়াড়ের এই আত্মবিশ্বাস আছে।'

এস/ আই.কে.জে/

বাংলাদেশ দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন