বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

মানুষ আমাদের সং মনে করেন : স্বস্তিকা মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুর্গাপূজোর সময় মুক্তি পেতে চলেছে টেক্কা। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন ওপার বংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। আর সেই প্রচারের ফাঁকেই ছবি থেকে শুরু করে আরজি কর নিয়ে ক্ষোভ জানালেন এ অভিনেত্রী। শুরু থেকেই আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদী ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

তবে উৎসবে না ফেরার ডাক দিয়েও ছবির প্রচার হোক বা প্রতিবাদে গিয়ে সেলফি তোলা। নানা সময়ে নানা কারণে কটাক্ষের মুখে পড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার ট্রোল প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'মানুষ আমাদের সং মনে করেন। কিন্তু একটা কথা বলতে চাই, যারা পথে নেমেছেন, যারা প্রতিবাদ করছেন, তারা কিন্তু ট্রোল করেন না। বরং যাদের এই আন্দোলন নিয়ে মাথাব্যথা নেই, তারাই মানুষকে টার্গেট করছেন। তবে তারা যতই টার্গেট করুন, বাকি ৫০০ জন কিন্তু পাশে দাঁড়াচ্ছেন।'

এদিন স্বস্তিকা মুখোপাধ্যায় অরিন্দম শীল এবং টলিউডে মহিলাদের সঙ্গে হওয়া যৌন হেনস্থার ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, তিনি নিজেও হেনস্থার শিকার হয়েছেন কাজ করতে গিয়ে। এমনকি আগে একটা সময় পর্যন্ত মেয়েরা সামনে এসে কথা বলার সাহস পেতো না। যারা অভিযোগ জানাতেন, তাদের কাজ বন্ধ হয়ে যেতো।

স্বস্তিকার দাবি, এক আকাশের নিচে ধারাবাহিকের সময় থেকেই অরিন্দম শীলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে আসছে।

পরিশেষে স্বস্তিকার ভাষায়, 'এবার সময় হয়ে গেছে। আর বিচ্ছিন্ন প্রতিবাদ হবে না। নিজেদের জন্য একটা সেফ স্পেস তৈরি করার চেষ্টা করছি। উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার প্লাস নিয়ে জোরকদমে কাজ চলছে।'

ওআ/কেবি

স্বস্তিকা মুখোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন