সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব ঘুচাতে সীমান্তে স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। সেইসঙ্গে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত অনুযায়ী আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে।

৮ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টটি শুরু হতে আর দুই মাসের মতো বাকি। যদিও ভেন্যু নিয়ে জটিলতায় এতদিনেও আসরের সূচি ঘোষণা করতে পারেনি আইসিসি। এর মধ্যে বেশ কয়েক দফা বৈঠকে বসলেও কোনো কিছুর সুরাহা করতে পারেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার জটিলতা কাটলো বলেই মনে করা হচ্ছে।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৪-২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। যার শুরুটা হবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও দেশটিতে খেলতে যাবে না ভারত। তার বদলে ম্যান ইন ব্লুদের খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে।

আরো পড়ুন : বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপাতত সমাধান খুঁজে পেয়েছে আইসিসি। তবে ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্কের স্থায়ী সমাধান হয়নি। আলোচনা-সমালোচনার মধ্যেই এ নিয়ে একটা সমাধানের পথ দেখিয়ে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজাদ।

বিসিসিআই ও ভারত সরকারকে বিষয়টি নিয়ে খোঁচা দিয়ে শেহজাদ বলেন, ‘সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন। একটি গেট ভারতের দিক থেকে খুলবে। তাদের খেলোয়াড়েরা সেই গেট দিয়ে মাঠে আসবে। আমাদের খেলোয়াড়েরা যাবে এদিক (পাকিস্তানের দিকের গেট) দিয়ে।’

‘আমার মনে হয় এরপরও বিসিসিআই ও ভারত সরকার ঝামেলা করবে। তারা বলবে, তোমাদের (পাকিস্তান) খেলোয়াড়েরা যখন মাঠের আমাদের প্রান্তে আসবে, আমরা তাদের ভিসা দেবো না।’-যোগ করেন তিনি।

এস/কেবি


ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন