সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রতি রাতে স্ত্রীর পা ছুঁয়ে কৃতজ্ঞতা জানান রবি কিষাণ *** গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ আদালতের *** ওএমএসে আলু বিক্রি করতে চায় সরকার *** ১০ দিনের মধ্যে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ *** জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না *** কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ই আগস্ট *** এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি *** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত

পানিশূন্যতায় ভুগছে শিশু? এসব ফল খাওয়ান

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

শুধু বড়দের নয় শিশুদেরও পানিশূন্যতা হতে পারে। কিন্তু শিশুদের সহজে পানি পান করানো যায় না। অনেক বুঝিয়ে-সুঝিয়েও যখন শিশুদের পানি খাওয়াতে পারছেন না তখন কিছু ফলে ভরসা রাখতে পারেন। যেসব ফল শিশুদের খাওয়ালে পানিশূন্যতা পূরণ হবে। চলুন জানা যাক এসব ফল সম্পর্কে-

শিশুকে শসা খেতে দিন

গরমকালে হাইড্রেশনের এত বড় উৎস মিস করলে কী করে চলবে? এর ৯৫ শতাংশই পানি। তাই সন্তানকে হাইড্রেটেড রাখতে শসার সালাদ নিয়মিত খাওয়ান। তাতেই গরমে ডিহাইড্রেশনের ঝুঁকি কমবে। সঙ্গে মিলবে আরও বহু উপকারও। কারণ শসায় রয়েছে ভিটামিন কে, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এছাড়াও এতে মেলে এরেপসিন নামক এক উৎসেচকের। এর গুণেই সন্তানের বদহজমের সমস্যা দূর হবে এবং মুক্তি মিলবে কোষ্ঠকাঠিন্য থেকেও। অ্যাসিডিটি কমানোর ক্ষেত্রেও মহৌষধি এই শসা।

শিশুকে তরমুজ​ খাওয়ান

গ্রীষ্মকালীন ফল তরমুজ কিন্তু বাচ্চাদের খুব প্রিয়। তাহলে আপনার সন্তানকে এই ফল দিয়েই হাইড্রেটেড রাখুন। তরমুজের ৯২ শতাংশই পানি। তাই আপনার সন্তান একটু কম পানি পান করলেও পাতে এই ফল থাকলে ডিহাইড্রেশনের ঝুঁকি এড়ানো যাবে।

এক কাপ তরমুজ থেকে মোটামুটিভাবে অর্ধেক কাপ পানি পাবে শরীর। শুধু হাইড্রেশনের দিক থেকেই নয়, পুষ্টিতেও সেরা তরমুজ। এতে ভরে রয়েছে ফাইবার, ভিটামিন এ, সি, ম্যাগনেসিয়াম এবং লাইকোপিনসহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টও। এসব পুষ্টিগুণে আপনার সন্তানের স্বাস্থ্যের হালও ফিরবে। 

আরো পড়ুন : দোকানের মতো টক দই বানান মাত্র চার উপায়ে

স্ট্রবেরি শিশুদের প্রিয় ফল

বাচ্চাদের অন্যতম পছন্দের ফল স্ট্রবেরি। স্বাদে অল্প টক হলেও গুণে কিন্তু ভরপুর। এই ফলের ৯১ শতাংশই পানিতে পরিপূর্ণ। তাই আপনার সন্তানের স্ন্যাকসে এক মুঠো স্ট্রবেরি দিলে কম পানি পান করেও শরীরে জলের চাহিদা অনেকটাই পূরণ হবে।

এছাড়াও ভিটামিন সি-র বড় উৎস হল স্ট্রবেরি। নিয়মিত সন্তানের পাতে এই ফল থাকলে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। ফলে মৌসুমি বদলের সময় ছোট-বড় নানা সংক্রমণের হাত থেকেও আপনার সন্তান সুরক্ষিত থাকবে।

ফলের পাশাপাশি শিশুকে খেতে দিন দই

টক বা মিষ্ট দইতেও কিন্তু পানির পরিমাণ কম নয়। এতে ৮৮ শতাংশ পানি রয়েছে। তাই তো বাচ্চা থেকে বুড়ো, গরমে শেষ পাতে দই খেয়ে থাকেন। অনেকে আবার পেট ভরান দই-শসা দিয়ে। তাই সন্তানের শরীরে পানির চাহিদা মেটাতে হলে এক বাটি দই যথেষ্ট হবে।

সন্তানকে রোজ দই খাওয়ানোর আরও অনেক উপকারিতাও রয়েছে। আমাদের সকলেরই জানা, প্রোবায়োটিকে ঠাসা দই। উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এই খাবার। তাই বদহজমসহ পেটের নানা সমস্যা থেকে মুক্তি পায় আপনার সন্তান। এছাড়া দইয়ে হদিশ মেলে ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়ামের মতো খনিজের। এসব উপাদানই শিশুর হাড় মজবুত করতে সাহায্য করে। 

এস/ আই.কে.জে/

শিশু পানিশূন্যতা ফলের উপকারিতা শিশু স্বাস্থ্য শুদের খাবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন