মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

এরদোয়ানের পোস্টারে গোঁফ আঁকায় আটক কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ৭ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

তুরস্কে নির্বাচনী প্রচারে ব্যবহৃত একটি পোস্টারে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছবিতে গোঁফ এঁকে দিয়েছিল এক কিশোর। এর জেরে গতকাল মঙ্গলবার ১৬ বছর বয়সী ওই কিশোরকে আটক করে সংশোধনাগারে পাঠিয়েছে কর্তৃপক্ষ। দেশটির কয়েকটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

দৈনিক সংবাদপত্র বিরগুন, কামহুরিয়েত ও বেসরকারি টেলিভিশন চ্যানেল হালক টিভিসহ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, ওই কিশোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেরসিন শহরের বাসিন্দা। তার বিরুদ্ধে নিজ বাড়ির কাছে লাগানো একটি পোস্টারে কলম দিয়ে এরদোয়ানের মুখের ওপর ‘হিটলার গোঁফ এঁকে দেওয়া এবং অপমানজনক মন্তব্য’ লেখার অভিযোগ আনা হয়েছে।

সিসিটিভি ক্যামেরায় শনাক্ত করার পর ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নিজ বাড়িতেই কর্তৃপক্ষ তার জবানবন্দি নিয়েছে। জবানবন্দি অনুযায়ী, সে এরদোয়ানের ছবিতে গোঁফ আঁকার কথা স্বীকার করেছে। তবে সে বলছে, ছবির সঙ্গে থাকা মন্তব্যগুলো তার নয়।

হালক টিভির প্রতিবেদন বলছে, ওই কিশোরকে সরকারি কৌঁসুলির সামনে হাজির করা হয়েছিল। ‘প্রেসিডেন্টকে অপমান’ করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে একটি কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:পাকিস্তানের গণমাধ্যমে অদৃশ্য ইমরান: রয়টার্সের জরিপ

২০ বছর ধরে তুরস্কের শাসনক্ষমতায় আছেন এরদোয়ান। গত ২৮ মে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে আরও পাঁচ বছরের জন্য তাঁর মেয়াদ বেড়েছে।

তুরস্কের আইন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে ‘প্রেসিডেন্টকে অপমান’-এর ঘটনা প্রায়ই ঘটছে। গত বছর এ ধরনের ঘটনায় মোট ১৬ হাজার ৭৫৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এম/



এরদোয়ান পোস্টার গোঁফ কিশোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন