মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

চোর এলো ঘোড়ায় চড়ে, বাস্তবে যা ঘটলো!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

জমিদারদের বাড়িতে ডাকাতি করতে একসময় ঘোড়ায় চড়ে ডাকাতরা। ঘোড়ায় চড়ে চুরি করতে আসা যেন এখনকার দিনে অভাবনীয় ব্যাপার। তবে সম্প্রতি এমনটাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুর জেলায়।

সেখানে দুই চোর একটি মন্দিরে চুরি করতে এসেছিল ঘোড়ায় চড়ে। মন্দির প্রাঙ্গনে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। আর সেই ক্যামেরায় উঠেছে অদ্ভুত সেই চোরদের কাণ্ডকারখানা। রোববার (২৪শে ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই ঘটনা জানা গেছে। 

আরো পড়ুন: জঙ্গলে ‘ব্ল্যাক টাইগার’ এর ছবি হলো ভাইরাল

রাতে কানপুর জেলার বাররা-৬ এলাকার রাধাকৃষ্ণ মন্দিরে ঘটনাটি ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঘোড়ায় চড়ে গভীর রাতে মন্দিরের বাইরে এসে দাঁড়ায় দুই চোর। তাদের লক্ষ্য ছিল মন্দিরের দানপাত্র চুরি করা।

বাদামি জ্যাকেট পরা এক ব্যক্তি ঘোড়া থেকে নেমে, মন্দিরের প্রবেশদ্বারের সামনে রাখা দানপাত্রের কাছে যায়। বেশ কিছুক্ষণ ধরে সেটা চুরি করার চেষ্টা করে সে। আর তার সহযোগী হলুদ রঙের জ্যাকেট পরা দ্বিতীয় জন ঘোড়ার পিঠেই ছিল।

মূলত সে বাইরে পাহারা দিচ্ছিল। কেউ আসছে কিনা দেখছিল। কিন্তু, দানপাত্রটি একটি ইস্পাতের রেলিংয়ের সঙ্গে লাগানো ছিল। ফলে অনেক চেষ্টা করেও অশ্বারোহী চোররা তা লুট করতে পারেনি। 

অশ্বারোহী এই চোরদের দুর্ভাগ্য অবশ্য এখানেই শেষ হয়নি। দানপাত্র ধরে টানাটানি করার মধ্যেই সেখানে এসে জড়ো হয় বেশ কয়েকটি পথ-কুকুর। তারা ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে। ফলে, জেগে যায় স্থানীয় বাসিন্দারা।

ফুটেজের শেষ অংশে দেখা যাচ্ছে, চোর দুই জন পালাচ্ছে। একজন ঘোড়ায় চড়ে, আর অন্যজন দৌড়ে। আর ঘটনাস্থলে ছুটে আসছেন স্থানীয় বাসিন্দারা।

সূত্র: এনডিটিভি 

এইচআ/ এসি


ভাইরাল চোর মন্দির ঘোড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন