মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

দুবাইয়ের শেখের বিশালাকার ‘হামজিলা’ গাড়ির ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া একটি গাড়ির ভিডিও নানা আলোচনার জন্ম দিয়েছে। হামার এইচ১ ‘এক্স৩’ গাড়িটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজপরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের। গাড়িটি হামারের সাধারণ স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের (এসইউভি) চেয়ে তিন গুণ বড়।

টুইটারে পোস্ট করা ভিডিও ক্লিপে দেখা গেছে, সড়কে বিশালাকার গাড়িটিকে সামলাতে কয়েক ব্যক্তি চালককে সহযোগিতা করছেন।

গত বছরের নভেম্বরে সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, গাড়িটি শেখ হামাদের সংগ্রহের অংশ। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ধনকুবের শেখ হামাদের সংগ্রহে অনেক গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক শ বিরল ও ‘উদ্ভট’ আকারের গাড়ি। বিশ্ব রেকর্ডে নাম লেখানো কিছু গাড়িও আছে তাঁর সংগ্রহে।

টুইটারে ভিডিওটি শেয়ার হওয়ার পর সেটি ১ কোটি ৯০ লাখের বেশিবার দেখা হয়েছে। পছন্দ করেছেন ৫৮ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী। অনেকেই গাড়িটির আকার দেখে চমকে যান। তাঁরা ওই পোস্টের নিচে মন্তব্যের ঘরে বিভিন্ন মন্তব্য করছেন।

মন্তব্যের ঘরে এক ব্যবহারকারী লিখেছেন, ‘এ গাড়ি চালানোর সময় কি তাদের রাস্তা বন্ধ করে রাখতে হবে?’

‘আমি এমন একটা গাড়ি কোথায় পাব?’—আরেক টুইটার ব্যবহারকারী এমন প্রশ্ন করেছেন।

অপর একজন লিখেছেন, ‘এটি হামজিলা।’

আরো পড়ুন: ফোন চোরকেই মন দিলেন তরুণী!

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ৭৪ বয়সী শেখ হামাদ ২ হাজার কোটি ডলারের বেশি সম্পদের মালিক। তাঁর গাড়ির সংগ্রহগুলো নিয়ে প্রায়ই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে থাকে।

সংযুক্ত আরব আমিরাত, মরক্কোসহ চারটি জাদুঘরে তাঁর গাড়ির সংগ্রহগুলো রাখা আছে।

এম/


টুইটার দুবাই শেখ হামজিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন