বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

বলিউড নায়িকাদের মধ্যে যারা শাড়ি পরতে পছন্দ করেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শাড়ি পরতে পছন্দ করেন না এমন মেয়ে খুবই কম আছে। দীর্ঘকাল ধরেই উপমহাদেশের নারীদের কাছে শাড়ির আলাদা কদর আছে। ঘুরতে যাওয়া কিংবা পারিবারিক অনুষ্ঠান নারীর পছন্দের শীর্ষে শাড়ি। বলিউড অভিনেত্রীদের কাছেও আছে শাড়ির আলাদা আবেদন। বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরে হাজির হতে দেখা যায়।

চলুন জেনে নেই শাড়ি পরতে পছন্দ করেন এমন কয়েকজন নায়িকাকে-

ম্যাজিকাল আলিয়া


'জিগরা' অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার নেওয়ার সময় বিয়ের শাড়ি পরেছিলেন। সেই শাড়িতে মঞ্চে জাদু ছড়াচ্ছিলেন আলিয়া। তাকে বেশ সুন্দর ও মার্জিত দেখাচ্ছিল। শাড়ি আলিয়ার পছন্দের পোশাকের একটি।

লাস্যময়ী কঙ্গনা


'তেজস' অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রায়ই শাড়ি পরেন। শাড়িতে ভক্তদের মন জয় করেছেন এই বলি তারকা। কঙ্গনার শাড়ির সংগ্রহও বেশ চমৎকার। তার ওয়ারড্রোবের একটি অংশ শাড়ির দখলেই থাকে। কিন্তু, কঙ্গনার ওয়ারড্রোবে ঠিক কতগুলো শাড়ির সংগ্রহ আছে তা কখনো জানাননি এই অভিনেত্রী।

কৃতির শাড়ি প্রীতি


কৃতির শাড়ি প্রীতির কথা সবারই জানা। 'গণপথ' অভিনেত্রী কৃতি শ্যানন নিজের লুক নিয়ে খুব খুঁতখুঁতে। নিজের সাজ-পোশাক নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। শাড়িতে এই অভিনেত্রীকে সবসময় চমৎকার লাগে।

অনন্য জাহ্নবী


এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রীদের একজন জাহ্নবী কাপুর। এই অভিনেত্রী শাড়ি পরতে পছন্দ করেন। যেকোনো পারিবারিক অনুষ্ঠানে তিনি শাড়ি পরার সুযোগ মিস করেন না। 'দোস্তানা ২' অভিনেত্রী শাড়িতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

আরো পড়ুন : শাহরুখের ‘ডানকি’ এবার কেড়ে নেবে পাঠান-জাওয়ানের রেকর্ড!

বলি ডিভা কারিনা


বলিউড ডিভা কারিনা কাপুর খানের শাড়ি প্রীতির কথা হয়তো অনেকেই জানেন না। কিন্তু, কারিনা ভক্তরা জানেন তাকে মাঝে মাঝে শাড়িতে দেখা যায়। কারিনা শাড়িতে নিজেকে চমকপ্রদ করে তোলেন এবং যেকোনো ফ্রেমেই তাকে নিখুঁত দেখায়।

দারুণ দীপিকা


পাঠান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বলিউড ইন্ডাস্ট্রির সুন্দর অভিনেত্রীদের একজন। দীপিকা খুব ভালো করেই জানেন কিভাবে বিনয় প্রকাশ করতে হয়। শাড়িতে দীপিকার ভাবটাই যেন বার বার ফুটে উঠেছে। দীপিকা এটাও জানেন, শাড়িতে তাকে কতটা ভালো লাগে, তাই সুযোগ পেলে শাড়ি পরতে ভুল করেন না তিনি।

প্রিয়াঙ্কার পারসোনালিটি


বলিউড প্রথম সারির অভিনেত্রীদের একজন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। একসময় তাকে নিয়মিত শাড়ি পরতে দেখা যেত। শাড়িতে অপ্রতিরোধ্য প্রীয়াঙ্কার সংগ্রামী রূপটাই যেন ফুটে ওঠে। নিজের পারসোনালিটি ফুটিয়ে তুলতে প্রিয়াঙ্কার প্রথম পছন্দ শাড়ি।

চমৎকার রানি


বাঙালিকন্যা রানির পছন্দের পোশাক শাড়ি, এটা খুবই স্বাভাবিক। এই অভিনেত্রীকে নিয়মিত শাড়ি পরতে দেখা যায়। রানির শাড়ি পরা ছবি থেকে সহজে চোখ ফেরানো যায় না।

এস/ আই.কে.জে

নায়িকা শাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন