বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

ভোজ্যতেলের আমদানি কমাতে সরিষার উৎপাদন বাড়ানোর সুপারিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সোমবার (৩১ জুলাই) সংসদ ভবনে ২৯তম বৈঠক কমিটির সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন, মোসলেম উদ্দিন, মামুনুর রশীদ কিরন, জয়াসেন গুপ্তা, উম্মে কুলসুম স্মৃতি ও হোসনে আরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয় এবং গত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে সিলেট জেলায় প্রায় সাত লাখ হেক্টর অনাবাদি পতিত জমির মধ্য থেকে কী পরিমাণ জমি চাষাবাদের আ্ওতায় আনা সম্ভব সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করে জরিপ প্রক্রিয়া সম্পন্ন করে অনাবাদি পতিত জমিগুলো চাষাবাদের আওতায় আনার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বৃদ্ধি এবং আদা, পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদসহ অন্যান্য মসলা চাষ বাড়ানোর লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সব স্থাপনা ও ভূমি চিহ্নিতকরণ এবং এসব স্থাপনা ও ভূমি অন্যান্য মন্ত্রণালয় বা সংস্থাকে বরাদ্দ না দেওয়ার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

আরও পড়ুন: শিমলা মরিচ চাষে ভাগ্যের চাকা ঘুরলো শার্শার যুবক মানিক রাজার

এছাড়া নওগাঁর মান্দা উপজেলায় একটি ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এসি/ আইকেজে 



ভোজ্যতেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন