পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি। (ফাইল ছবি/রয়টার্স)
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির মতে বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে সেনা অভ্যুত্থান অসম্ভব কিছু নয়।
তিনি বলেন, পাকিস্তানে এমন অনেক পরিস্থিতির জন্য সামরিক আইন রয়েছে। পাকিস্তান এর আগে কখনও গুরুতর অর্থনৈতিক ও রাজনৈতিক দুরবস্থা প্রত্যক্ষ করেনি। অনেক কম গুরুতর পরিস্থিতিতেই সামরিক বাহিনী দেশের দায়িত্ব গ্রহণ করেছে।
রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থ হলে, সংবিধান বহির্ভূত ব্যবস্থাই গ্রহণ করতে হয়।
তিনি সামরিক শাসন জারি করার বিকল্প হিসেবে আর কিছু বিবেচনা করছেন না। তবে তিনি স্পষ্ট করে বলেন যে, সেনাবাহিনী শাসন ক্ষমতায় আসলে দেশের অবস্থা আরো খারাপের দিকে যাবে।
পিটিআই চেয়ারম্যান ইমরান খান, পিএমএল-এন এর প্রধান নওয়াজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের মধ্যে বৈঠক এমতাবস্থায় অত্যন্ত জরুরি বলে চিন্তা করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বন্ধুদেশগুলোর মধ্যস্থতার চিন্তাও বাদ দেন তিনি। তিনি বলেন পাকিস্তানের বন্ধুরাষ্ট্রগুলোর কিছুই অজানা নয়। তারা পাকিস্তানকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাদের দায়িত্ব অবশ্যই পালন করবে। তবে মূল সমাধান আসতে হবে দেশের মধ্য থেকেই। রাষ্ট্রপ্রধানকেই পাকিস্তানকে সমস্ত সমস্যার হাত থেকে রক্ষা করতে হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি যা বর্তমানে একে অপরকে দোষারোপ করার পর্যায়ে চলে গিয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করেন আব্বাসি। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি বলেন, কোনও দেশ শুধুমাত্র পারমাণবিক শক্তির ভিত্তিতে বিশ্বের বুকে স্থান করতে পারে না।
পরিস্থিতির প্রতিকার সম্পর্কে তিনি বলেন, প্রথমেই পাকিস্তানকে তার নিজের পরিস্থিতি স্বীকার করে নেওয়া উচিত। নিজের পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করার মাধ্যমেই সমাধান খুঁজে পেতে পারবে পাকিস্তান বলে চিন্তা করেন তিনি।
আরো পড়ুন:
আগামী নির্বাচনে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা বাইডেনের
"পাকিস্তান সেনা অভ্যুত্থান প্রাক্তন প্রধানমন্ত্রী আব্বাসি প্রধানমন্ত্রী
খবরটি শেয়ার করুন