রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছিলেন রেমিট্যান্স যোদ্ধারা। তাদের সেই আত্মত্যাগ চোখে দেখা যায় না– এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

প্রবাসীদের স্বার্থে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ শ্রমবিষয়ক চুক্তি হতে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। একই সঙ্গে প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানান আসিফ নজরুল। শনিবার (২রা আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে শ্রমিক পাঠানো নিয়ে একটি নতুন চুক্তি হবে। এমন চুক্তি অতীতে কখনও হয়নি। এমনকি ভারত বা পাকিস্তানের সঙ্গেও সৌদির এমন কোনো চুক্তি নেই। এ চুক্তির ফলে বাংলাদেশের শ্রমিকরা সেখানে আরও বেশি নিরাপত্তা ও সুযোগ-সুবিধা পাবেন।

তিনি বলেন, গত বছর বিমানের টিকিট ও ভিসা থাকার পরও মালয়েশিয়ায় যেতে না পারা অনেক কর্মীকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশিদের নেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে।

জে.এস/

ড. আসিফ নজরুল আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন