মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

আগামীকাল ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামীকাল (১৭ জুলাই) প্রথমবারের মতো পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৫ সালে পৌরসভা গঠনের পর এবারই প্রথম ভোট হচ্ছে। দীর্ঘ ৮ বছর প্রশাসক দিয়ে চলেছে ভান্ডারিয়া পৌরসভার কার্যক্রম।

এ নির্বাচনে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টি-জেপি মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল হোসেন মাহিম ও আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের প্রার্থী ফাইজুর রশিদ খসরু’র মধ্যে। এছাড়াও মেয়র পদে অন্য প্রার্থীরা হচ্ছেন এমএ রাজ্জাক রাজু, শাহাবুদ্দিন শাহ বাবুল। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিরর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

আরো পড়ুন:জরুরি ভিত্তিতে দেশের ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা পাঠানোর নির্দেশ

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা বলেন, নির্বাচনে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। এছাড়াও পুলিশ, র্যাব, বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও মোতায়েন রয়েছেন। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন