ছবি-সংগৃহীত
পাশের দেশের হয়েও এদেশের মানুষের বড় আপন কবীর সুমন। ভালোবেসে এপারের শ্রোতারা তাকে ‘গানওয়ালা’ বলে ডাকেন। এ গায়কও ভালোবাসার সম্মান স্বরুপ বাংলাদেশকে তার গানের দেশ বলে আখ্যায়িত করেছিলেন।
আজ (৫ নভেম্বর) ঢাকায় আসছেন কিংবদন্তি এই সংগীতশিল্পী। নিজের ফেসবুক ওয়ালে ঢাকা সফরের বিষয়টি জানিয়েছেন কবীর সুমন।
আরো পড়ুন: ‘টাইগার-থ্রি’তে সালমান-শাহরুখের সঙ্গে রয়েছেন হৃত্বিকও
এ প্রসঙ্গে ফেসবুক পোস্টে কবীর সুমন লিখেছেন, চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য আজ ঢাকা যাচ্ছি।
কবীর সুমন শেষবারেরর মতো বাংলাদেশে গান গেয়েছিলেন গত বছর তার ‘তোমাকে চাই’ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ উপলক্ষে। এ জন্য তিনদিনের একটি একক কনসার্টের আয়োজন করা হয়েছিল।
এসি/ আই.কে.জে