শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

আদিত্য চোপড়ার সঙ্গে তাল মিলিয়ে কারিনাকে কটাক্ষ করেছিলেন সাইফ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

বলিউড অভিনেত্রী কারিনা কাপূর - ছবি: সংগৃহীত

দু’দশকের বেশি সময় ধরে তুমুল দাপটে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপূর। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৪৩ বছরে পা দিতে চলেছেন । চল্লিশের কোটা ছাড়ালেও মেদহীন শরীর এবং সুন্দর ত্বকের জন্য সিনেমা পাড়ায় কারিনা সবসময়ই প্রশংসার দাবিদার। অভিনয়ের পাশাপাশি ‘জিরো ফিগার’-এর জন্যও তিনি শিরেনামে থেকেছেন। তবে ক্যারিয়ারের শুরুতে শরীরী গঠন নিয়ে কিন্তু নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে তাল মিলিয়ে অভিনেতা সাইফ আলি খান ঠিকই কটাক্ষ করেছিলেন কারিনাকে। 

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ক্যারিয়ারের শুরুর দিকে কারিনার ওজন নিয়ে কটাক্ষ করেছিলেন নির্মাতা আদিত্য চোপড়া এবং অভিনেতা সাইফ আলি খান। বিকিনি পরা দৃশ্যে বেশি ওজনের কারণে নাকি কারিনাকে একেবারেই বেমানান লাগছে- এমন মন্তব্য করেন আদিত্য। 


অনেকে মনে করেন, আদিত্য এবং সাইফের মন্তব্য শুনেই নিজের ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কারিনা। ২০০৮ সালে যশরাজ ফিল্মসের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘তাশান’ সিনেমাটি। এই সিনেমায় সাইফ এবং অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল কারিনাকে।

‘তাশান’ ছবিতে কারিনার অন্য রূপ ধরা পড়ে। মেদহীন চেহারায় সাহসী পোশাকে পর্দায় ধরা দিয়েছিলেন তিনি। শরীরের অতিরিক্ত মেদ ঝরানোর প্রক্রিয়া খুব কঠিন ছিল বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

একটি পুরনো সাক্ষাৎকারে কারিনা জানান, ওজন কমানোর জন্য তাকে কঠিন ডায়েট মেনে চলতে হয়েছিল। শরীরচর্চার পাশাপাশি খাওয়াদাওয়ার এমন অভ্যাস রাখা ঠিক নয় বলেও জানান কারিনা।


এদিকে, কারিনার কেরিয়ারের প্রথম সিনেমা হওয়ার কথা ছিল ‘কাহো না... প্যার হ্যায়’। বলিউডের প্রথম সারির নির্মাতা রাকেশ রোশনের ছেলে হৃতিক রোশনের সঙ্গে হিন্দি ফিল্মজগতে আত্মপ্রকাশ করার কথা ছিল তার। কিন্তু শুটিং শুরুর কয়েক দিনের মধ্যেই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন কারিনা। সিনেমায় নায়িকার চরিত্রায়ণের চেয়ে নায়কের চরিত্র নির্মাণের ক্ষেত্রে বেশি জোর দেওয়া হয়েছিল বলে মনে করেছিলেন কারিনা। তাই এই সিনেমায় অভিনয় করতে আর রাজি হননি তিনি।

আরো পড়ুন: ডিবি প্রধানের সঙ্গে অপু বিশ্বাসের মধ্যাহ্নভোজ

২০০০ সালে বলিপাড়ায় পা রেখেছিলেন কারিনা। বর্ষীয়ান অভিনেতা বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী।

২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন সাইফ আলি খান ও কারিনা কাপূর। তাদের দুই সন্তান। ২০১৬ সালে জন্ম নেয় তৈমুর আলি খান। ২০২১ সালে জন্ম নেয় তাদের ছোট ছেলে জাহাঙ্গির আলি খান। 

এম/


বলিউড অভিনেত্রী কারিনা কাপূর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250