ছবি: সংগৃহীত
বাংলাদেশের হয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিলেন এবাদত হোসেন। তবে ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ এই সদস্যর সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলো। লন্ডনে আজ এবাদতের হাঁটুর অস্ত্রোপচার হবে, যে কারণে কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই পেসারকে। এদিকে ভারতে বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন গণমাধ্যমকে জানান, ‘আজ ইবাদতের অপারেশন হচ্ছে। এরপর রিহ্যাব আছে, সব মিলিয়ে সুস্থ হয়ে লম্বা সময় লাগতে পারে।’
মঙ্গলবার (২৯ আগস্ট) শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে ইবাদতকে দলে রাখা হলেও এই পেসার সময়মতো পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁর জায়গায় তানজিম হাসানকে সুযোগ দেওয়া হয়। এবার বিশ্বকাপেও তাঁকে পাচ্ছে না বাংলাদেশ দল।
মাত্র ১২ ওয়ানডে খেলা ইবাদতের ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা ছিল দুর্দান্ত। গত বছর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তাঁর অভিষেক। সে ম্যাচে আগের দুই ম্যাচে জোড়া সেঞ্চুরি করা সিকান্দার রাজাকে বোল্ড করে ওয়ানডে ক্যারিয়ার শুরু ইবাদতের। এরপর সব মিলিয়ে ১১ ইনিংসে বল করে ২২টি উইকেট নিয়েছেন তিনি।
আর.এইচ
খবরটি শেয়ার করুন