শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইয়েমেনে হামলা বন্ধের দাবিতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

লোহিত সাগরে ইয়েমেনের হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে আমেরিকা-ব্রিটেন। তবে দেশটিতে হামলা বন্ধের দাবিতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছে একদল লোক। শুক্রবার (১২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে। 

ডব্লিউটিটিজি টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, ‘লেট ইয়েমেন লাইভ’ তথা ইয়েমেনকে বাঁচতে দাও এবং ‘হ্যান্ডস অব ইয়েমেন’ তথা ইয়েমেন থেকে হাত সরাও শীর্ষক স্লোগানে এ বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা।

আরো পড়ুন: ইসরায়েল হয়তো গাজায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরোধী কোড পিঙ্ক এবং উত্তর জোট এ বিক্ষোভের আয়োজন করেছে। জোটটি এ সংক্রান্ত পোস্টও এক্সে দিয়েছে। সেখানে দেখা গেছে, নিউইয়র্কের টাইমস স্কোয়ারে রাতে যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে।

আমেরিকা- ব্রিটেন ইয়েমেনে লজিস্টিক্যাল হাব, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সংরক্ষণাগারগুলোকে লক্ষ্যবস্তু করেছে। হামলার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করায় ‘আমার নির্দেশে’ হামলা চালানো হয়েছে।

তিনি আরো বলেন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডের সমর্থনে হামলা চালানো হয়েছে।

সূত্র:বিবিসি 

এইচআ/ আই.কে.জে/

বিক্ষোভ হোয়াইট হাউস ইয়েমেন হামলা বন্ধ আমেরিকা- ব্রিটেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন