রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ভোগান্তি কম সড়ক ও নৌরুটে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঈদযাত্রায় রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ।এবারের ঈদযাত্রায় ট্রেনের মতো ভোগান্তি নেই সড়ক ও নৌরুটেও।

রোববার (২৫ জুন) সকালে দেখা যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যানজট না থাকলেও সকাল থেকে রয়েছে যাত্রীদের কিছুটা ভিড়। এবারো স্বস্তিতেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

বাড়ির পথে রওয়ানা হওয়া আমজাদ আলী বলেন, অনেকটা ভয় হচ্ছিল কীভাবে বাড়ি ফিরব। তবে রাস্তায় এসে দেখি তেমন কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না।

কোলে শিশু নিয়ে তাসলিমা হক বলছিলেন, এবারের ঈদযাত্রাটা বোধ হয় স্বস্তিতেই হবে, অবশ্য কিছুটা আগে যাচ্ছি বলে তেমন ভোগান্তি নেই।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন পয়েন্টে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে, নৌরুটেও নেই যাত্রী ভোগান্তি। নির্দিষ্ট সময়ে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ফেরি।

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিতে থাকা শিহাব উদ্দিন বলেন, রাস্তায় যানজট না থাকলেও পশু বহনকারী ট্রাক অনেক। এজন্য কিছুটা ভোগান্তি হয়েছে।

আরো পড়ুন: ৩০ টাকা কেজি দরের চাল পাবে এক কোটি পরিবার: খাদ্যমন্ত্রী

অন্য এক যাত্রী তানজিনা খাতুন বলেন, ফেরিতে উঠতে যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, সেটি করতে হয়নি। যানবাহনের কোনো দীর্ঘ সারি নেই। খুব তাড়াতাড়ি উঠে আবার চলেও যাচ্ছি।   

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট রুটে চলাচল করছে ২৭টি ফেরি, ৩১টি লঞ্চ ও ৩৯টি স্পিডবোট।

এম/


ঈদযাত্রা সড়ক নৌরুট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন